Ajker Patrika
হোম > ছাপা সংস্করণ

নির্বাচন অফিসে পাওয়া যায় না কাঙ্ক্ষিত সেবা

তাড়াইল (কিশোরগঞ্জ) প্রতিনিধি

নির্বাচন অফিসে পাওয়া যায় না কাঙ্ক্ষিত সেবা

কিশোরগঞ্জের তাড়াইলে উপজেলা নির্বাচন অফিস থেকে কাঙ্ক্ষিত সেবা না পাওয়ার অভিযোগ করছেন স্থানীয় বাসিন্দারা। ভোটারদের বাসস্থান স্থানান্তর, নতুন ভোটার অন্তর্ভুক্তি, জাতীয় পরিচয়পত্র সংশোধনসহ বিভিন্ন সেবা নিতে সরকারি নির্ধারিত ফি ছাড়া অতিরিক্ত অর্থ নেওয়া হলেও সময়মতো পাওয়া যায় না সেবা।

কখনো কখনো খোলার দিনেও তালাবন্ধ দেখা যায় নির্বাচন অফিস। কাঙ্ক্ষিত সেবা না পেয়ে ক্ষোভ প্রকাশ করেছেন অনেক ভুক্তভোগী। অন্যদিকে নির্বাচন অফিস বলছে, সাধারণ জনগণের আসা-যাওয়ায় কাজের বিঘ্ন ঘটে। তাই তালা ঝুলিয়ে কাজ করতে হয়। এদিকে উপজেলা প্রশাসন বলছে, বিষয়টি খতিয়ে দেখা হবে।

গত রোববার বেলা ১২টার দিকে উপজেলা নির্বাচন অফিসে সরেজমিনে দেখা যায়, নির্বাচন অফিসের নিচতলায় কলাপসিবল গেটে তালা ঝুলছে। কয়েকজন সেবাগ্রহীতা গেটের সামনে কাগজ হাতে সেবা নেওয়ার জন্য অপেক্ষা করছেন।

উপজেলার রাউতি থেকে এসেছেন যোবায়ের আহম্মেদ। তিনি বলেন, ‘আমার জাতীয় পরিচয়পত্র সংশোধন করার জন্য ২০১৫ সালে সরকারি ফি ছাড়া অতিরিক্ত টাকা দিলেও গত ৭ বছরেও সংশোধিত জাতীয় পরিচয়পত্র মেলেনি। আজ নয় কাল এভাবেই সময়ক্ষেপণ করছেন নির্বাচন অফিসের কর্মকর্তাসহ অন্যান্য কর্মচারীরা। দিনের পর দিন, মাস ও বছর পেরোলেও হয়রানির শিকার হতে হয় নির্বাচন অফিসে।’

উপজেলার পংপাচিহা গ্রামের আবদুল খালেক বলেন, জাতীয় পরিচয়পত্র হারিয়ে গেলে তিনি থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। প্রয়োজনীয় কাগজপত্রসহ নির্বাচন অফিসে জমা দিলেও মাস পেরিয়ে বছর গেলেও পাননি কাঙ্ক্ষিত সেবা।

এ ব্যাপারে জানতে চাইলে উপজেলা নির্বাচন কর্মকর্তা এনামুল হক বলেন, ‘আমাদের অফিসে কিছু প্রয়োজনীয় কাজ করতেছি। সাধারণ জনগণের আসা-যাওয়ায় কাজের বিঘ্ন ঘটে। তাই তালা ঝুলিয়ে কাজ করতে হচ্ছে।’

জনগণের সেবা দেওয়ার জন্যই সরকার আপনাদের নিয়োগ দিয়েছেন। তবে কেন অফিস খোলার দিনে তালা ঝুলিয়ে ভেতরে কাজ করার কথা না থাকলেও কোন আইনে এমনটা করছেন জানতে চাইলে তিনি বলেন, ‘উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশনায় আমরা দুই দিন জনসাধারণকে সেবা না দিয়ে অফিসের অভ্যন্তরীণ কাজ করতে হচ্ছে।’

এ নিয়ে জানতে উপজেলা নির্বাহী কর্মকর্তা লুবনা শারমীনের কার্যালয়ে গেলে, তাঁকে পাওয়া যায়নি। মোবাইল ফোনে এ নিয়ে জানতে চাইলে তিনি নিজের অসুস্থতার কথা জানিয়ে বিষয়টি খতিয়ে দেখবেন বলে জানান।

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ