Ajker Patrika
হোম > ছাপা সংস্করণ

শিক্ষকদের নামে ঋণ তুলে আত্মসাৎ

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি

শিক্ষকদের নামে ঋণ তুলে আত্মসাৎ

গাইবান্ধার সুন্দরগঞ্জে জালিয়াতি করে শিক্ষকদের সাধারণ ভবিষ্য তহবিল (জিপিএফ) থেকে ঋণ তুলে আত্মসাতের অভিযোগ পাওয়া গেছে। যার পরিমাণ সাড়ে সাত লাখ টাকার অধিক। এ ঘটনায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাঁচজন সহকারী শিক্ষক উপজেলা শিক্ষা কর্মকর্তাসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন।

অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার দক্ষিণ রাজিবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আতাউর রহমানের নামে ৭০ হাজার, কালির খামার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের রহিমা বেগমের নামে ২ লাখ ৫৯ হাজার, দক্ষিণ ধোপাডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের স্বপ্না রানীর নামে ২ লাখ ৬৪ হাজার, পূর্ব বজরা হলদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শামছুন্নাহার বেগমের নামে ৭০ হাজার এবং নতুন দুলাল ভরট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাসুদা ইয়াসমিনের নামে ১ লাখ টাকা ঋণ নেওয়া হয়েছে। কিন্তু তাঁরা এ বিষয়ে কিছুই জানেন না। এ ঘটনায় তাঁরা হিসাবরক্ষণ ও শিক্ষা অফিসকে দায়ী করছেন।

শিক্ষক আতাউর রহমান জানান, জিপিএফ তহবিল থেকে ঋণ নিতে প্রথমে আবেদনপত্র পূরণ করে উপজেলা শিক্ষা কর্মকর্তার কাছে জমা দিতে হয়। তাঁর সিল ও স্বাক্ষরের পরে সেই আবেদনপত্র হিসাবরক্ষণ অফিসে যাচাই-বাছাই শেষে সংশ্লিষ্ট ব্যাংকে যায়। পরে তা হিসাব অফিসে ফেরত এলে সংশ্লিষ্ট শিক্ষকের ব্যাংক হিসাবে ঋণের টাকা জমা হয়।

আতাউর বলেন, ‘এ বিষয়ে আমি কোনো দিন শিক্ষা অফিসে যাইনি, কোনো আবেদনও করিনি। আমার হিসাব নম্বরে কোনো টাকাও আসেনি। বেতন থেকে কিস্তি বাবদ কোনো টাকাও কাটা হয়নি। কিন্তু কীভাবে আমার জিপিএফ ফান্ড থেকে লোন করা হলো? এখন আমার ফান্ডে ৭০ হাজার টাকা নেই। গত বছরের ১ ডিসেম্বর কে বা কারা লোন দেখিয়ে সেই টাকা উত্তোলন করেছেন।’

আরেক শিক্ষক রহিমা বেগম বলেন, ‘আমার কোলে শিশু বাচ্চা। সে কারণে অফিসে যাই না আমি। কীভাবে আমার লোন হলো? এখন কী হবে আমার টাকার? আপাতত আমরা ৬ শিক্ষক ২৭ সেপ্টেম্বর উপজেলা শিক্ষা কর্মকর্তাসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে লিখিত অভিযোগ দিয়েছি।’
যোগাযোগ করা হলে উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তা মো. রাজিবুল ইসলাম বলেন, ‘এখানে আমাদের কোনো দায় নেই। সব দায়দায়িত্ব উপজেলা শিক্ষা অফিসের।’

জানতে চাইলে উপজেলা শিক্ষা কর্মকর্তা এ কে এম হারুন-উর-রশিদ দাবি করেন, এ বিষয়ে তিনি কিছু জানেন না। তিনি বলেন, ‘আমার দৃষ্টি এড়িয়ে এ কাজগুলো করেছেন আমার অফিসের মো. আবু বক্কর সিদ্দিক। শিক্ষকদের অভিযোগ পেয়ে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নিতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে লিখেছি। তারাই ব্যবস্থা নেবে।’

এ বিষয়ে অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর আবু বক্কর সিদ্দিকের মোবাইল ফোনে একাধিকবার কল করা হলেও তা বন্ধ পাওয়া গেছে।

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ