গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি
দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার প্রবেশদ্বার রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ঘাট। এ ছাড়াও রয়েছে দেশের সর্ববৃহৎ যৌনপল্লি দৌলতদিয়া পূর্বপাড়া। উভয় কারণে ব্যস্ততম এলাকা হওয়ায় নানা প্রকার মাদকদ্রব্যের রমরমা ব্যবসা ও ব্যবহারসহ সংঘঠিত হচ্ছে বিভিন্ন প্রকার অপরাধমূলক কর্মকাণ্ড। ফলে যুবসমাজ হয়ে উঠছে বিপথগামী, ঘটছে সামাজিক অবক্ষয়।
এই সামাজিক অবক্ষয় দূরীকরণে মাদক নির্মূলে কঠোর অবস্থান নিয়ে দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রহমান মণ্ডল। গত সোমবার গোয়ালন্দ উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মিটিংয়ে দৌলতদিয়া ইউপি চেয়ারম্যান আব্দুর রহমান মণ্ডল দৌলতদিয়ায় মাদক দ্রব্যের অবাধ ব্যবহার ও কেনাবেচা বন্ধ করতে প্রশাসনের সর্বাত্মক সহযোগিতা কামনা করেন।
এর একদিন পর গত মঙ্গলবার সন্ধ্যায় দৌলতদিয়া পূর্ব পাড়ার যৌনকর্মীরা কিছু দুষ্কৃতকারী যুবকের মাধ্যমে চেয়ারম্যানের নাম করে চিঠি দিয়ে চাঁদা দাবির অভিযোগে এনে তার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করে বলে অভিযোগ। এর পরদিন বুধবার দুপুরে দৌলতদিয়া পূর্ব পাড়ার বাসিন্দা ও যৌনপল্লি কেন্দ্রিক অসহায় নারী ঐক্য সংগঠনের সভানেত্রী ঝুমুর বেগমের নেতৃত্বে মানববন্ধন কর্মসূচির আহ্বান করে। গোয়ালন্দ উপজেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক ফকির আব্দুল ছাত্তার ও দৌলতদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোশারফ প্রামাণিকের অনুরোধে তাঁদের কর্মসূচি স্থগিত ঘোষণা করেন। ওই দিন বিকেলে দৌলতদিয়া ইউপি চেয়ারম্যান আব্দুর রহমান মণ্ডল তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেন।
দৌলতদিয়া যৌনপল্লি কেন্দ্রিক অসহায় নারী ঐক্য সংগঠনের সভানেত্রী নেত্রী ঝুমুর বেগম বলেন, বিজয় দিবস পালন উপলক্ষে দৌলতদিয়া ইউপি চেয়ারম্যান ও তাঁর লোকজন যৌনপল্লির বিভিন্ন ব্যক্তির কাছে চাঁদা দাবি করেন। এতে তাঁরা ক্ষুব্ধ হয়ে এই কর্মসূচি পালন করেছেন।
ঝুমুর বেগম বলেন, ‘আব্দুর রহমান মণ্ডল একজন চাঁদাবাজ। তিনি ও তাঁর লোকজন প্রায়ই চাঁদাবাজি করে থাকেন।’
এ প্রসঙ্গে সংবাদ সম্মেলনে দৌলতদিয়া ইউপি চেয়ারম্যান আব্দুর রহমান মণ্ডল বলেন, নির্বাচিত হয়ে গত দুই বছর তিনি দৌলতদিয়া ঘাট থেকে চাঁদাবাজমুক্ত করার লক্ষ্যে সামর্থ্য অনুযায়ী চেষ্টা করেছেন। ইতিমধ্যে এ সকল কারণে তিনি হত্যাচেষ্টার হাত থেকেও ভাগ্যক্রমে রক্ষা পেয়েছেন। যৌনপল্লি এবং এর আশপাশে মাদকের অবাধ বেচাকেনা চলে। এটি বন্ধের জন্য তিনি তৎপর হওয়াতেই একটি মহল তার বিরুদ্ধে নানা ষড়যন্ত্র করছে বলে তিনি জানান।
এ সময় তিনি অঙ্গীকার করে বলেন, ‘যত দিন বেঁচে থাকব, তত দিন এ সকল অন্যায়-অপরাধের বিরুদ্ধে সংগ্রাম চলবে। আমার বিরুদ্ধে এ ধরনের অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।’