হোম > ছাপা সংস্করণ

চার দশক পূর্তিতে বিশেষ আয়োজন

বিনোদন প্রতিবেদক, ঢাকা

গানে গানে অনেকটা সময় পেরিয়ে এলেন কুমার বিশ্বজিৎ। ১৯৮২ সালে প্রথম স্টুডিও অ্যালবাম প্রকাশের মধ্য দিয়ে গানের ভুবনে তাঁর আনুষ্ঠানিক পথচলা শুরু। সে হিসাবে তাঁর সংগীতজীবনের চার দশক পূর্ণ হলো এ বছর। কুমার বিশ্বজিৎ বলেন, ‘যদিও ১৯৮২ সালের আগেই আমি গান গাইতে শুরু করেছি। কিন্তু শ্রোতা-দর্শক আমাকে চিনতে শুরু করেছেন ‘‘তোরে পুতুলের মতো করে সাজিয়ে’’ গানটি দিয়ে। তাই আমি পেশাদার সংগীতশিল্পী হিসেবে হিসাব করি ১৯৮২ সাল থেকেই। সেই হিসাবে আমার সংগীতজীবনের চার দশক অর্থাৎ ৪০ বছর পূর্ণ হলো।’

৪০ বছর পূর্তি উপলক্ষে নতুন উদ্যোগ নিয়েছেন কুমার বিশ্বজিৎ। নিজের জনপ্রিয় ৮-১০টি গান নতুন সংগীতায়োজনে গেয়ে শ্রোতাদের উপহার দেবেন তিনি। এ ছাড়া চলতি বছরের শেষের দিকে বিশেষ আয়োজনের মাধ্যমে চার দশক পূর্তি উদ্‌যাপন করবেন তিনি। আয়োজনের পরিকল্পনা নিয়ে কুমার বিশ্বজিৎ বলেন, ‘আগামী অক্টোবর কিংবা নভেম্বরে বিশেষ আয়োজনের মধ্য দিয়ে আমার সংগীতজীবনের সফল এই যাত্রাকে উদ্‌যাপন করা হবে। এখন থেকেই প্রস্তুতি নিচ্ছি। আমার গাওয়া জনপ্রিয় ৮-১০টি গান নতুন সংগীতায়োজনে শ্রোতা-দর্শকের জন্য তৈরি করছি। বাকিটুকু নাহয় সারপ্রাইজ থাকুক।’

বিশেষ ওই আয়োজনে সংগীতের সঙ্গে জড়িত ব্যক্তিদের আমন্ত্রণ জানাবেন তিনি। যাঁরা বেঁচে নেই, তাঁদের প্রতি থাকবে শ্রদ্ধাঞ্জলি, থাকবে তাঁদের স্মরণে বিশেষ আয়োজন। কুমার বিশ্বজিৎ বলেন, ‘সংগীতজীবনের হাফ সেঞ্চুরি বা সুবর্ণজয়ন্তী আমি পাব কি না, জানি না। তাই, যেহেতু চার দশক পেয়েছি, এটাই নাহয় আপাতত আনন্দ নিয়ে উদ্‌যাপন করি। জীবন তো আসলে ক্ষণিকের। কে কখন চলে যায়, তার কোনো হিসাব নেই। অনেক সহকর্মীকে এরই মধ্যে হারিয়েছি। তাঁদের স্মৃতির প্রতি শ্রদ্ধা, ভালোবাসা।’

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ

সড়ক দুর্ঘটনায় ৬ প্রাণহানি

সেকশন