Ajker Patrika
হোম > ছাপা সংস্করণ

মহামারিতে পথে নেমেছে ১০ কোটি মানুষ, কাটেনি শঙ্কা

আজকের পত্রিকা ডেস্ক

মহামারিতে পথে নেমেছে ১০ কোটি মানুষ, কাটেনি শঙ্কা

জীবিকার তাগিদে গ্রাম ছেড়ে শহরে পাড়ি জমিয়েছিলেন অনুন্নত এবং উন্নয়নশীল দেশের অনেকেই। প্রতিদিন সংগ্রাম করে টিকে থেকেছেন। কিন্তু তাঁদের টিকে থাকার সেই লড়াইটা কঠিন করে দিয়েছে করোনা মহামারি। বেকার হয়েছেন লাখো মানুষ, কাটেনি জীবন নিয়ে অনিশ্চয়তাও।

বিশ্ব ব্যাংকের তথ্যের ভিত্তিতে সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, মহামারিতে নতুন করে দরিদ্র হয়েছেন বিশ্বের প্রায় ১০ কোটি মানুষ। তাঁদের দৈনিক আয় দুই ডলারেরও কম। গত দুই দশকের মধ্যে প্রথমবারের মতো দেখা গেছে দুর্দশার এমন চিত্র।

তবে মহামারি ধনীদের তেমন একটা স্পর্শ করতে পারেনি। করোনাকালে আরও সম্পদের মালিক হয়েছেন তাঁরা। ওয়ার্ল্ড ইনেকুইলিটি ল্যাব বলছে, মহামারির বছর সবচেয়ে বেশি সম্পদ বেড়েছে ধনীদের। করোনা প্রাদুর্ভাবের মাত্র ৯ মাসের মধ্যেই নিজেদের ‘শঙ্কায় থাকা ভাগ্য’ ফেরাতে পেরেছেন অন্তত ১ হাজার ধনী। অক্সফামের বার্ষিক আন্তর্জাতিক প্রতিবেদন বলছে, মহামারির প্রথম দিকে ধনীদের যে ক্ষতি হয়েছে, তা পূরণ করতে এক দশক লেগে যাওয়ার কথা ছিল। কিন্তু তা হয়নি।

সিএনএনের বিশ্লেষক বেকি অ্যান্ডারসন ও ডেভিড বেসলি বলেন, ইলন মাস্কের সম্পদের মাত্র ২ শতাংশ দিয়ে বিশ্বের ক্ষুধামান্দ্য দূর করা সম্ভব। আর বিশ্বের তিন ধনী ব্যক্তির সম্পদ দিয়ে বিশ্বব্যাপী দরিদ্রের সংখ্যা কমিয়ে আনা সম্ভব। তবে টিকাবৈষম্য আগে দূর করা উচিত বলে মনে করছেন কয়েকজন বিশ্লেষক। এরপর অর্থনীতি ফিরিয়ে আনার পরিকল্পনা।

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ