ফসলি জমি থেকে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধ ও জমি সংরক্ষণের দাবিতে স্মারকলিপি দিয়েছেন বরিশাল জেলার মেহেন্দীগঞ্জ উপজেলার ভাসানচর ইউনিয়নের হেসামদ্দি গ্রাম ও নুনগলা নদীতীরের বাসিন্দারা। বরিশাল জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দারের কাছে গত বৃহস্পতিবার সকালে ওই স্মারকলিপি পেশ করেন।
গ্রামবাসী জানান, নদীভাঙনে তাদের বসতভিটা ও ফসলি জমি একাধিকবার নদী গর্ভে বিলীন হয়েছে। এরপর কয়েক বছর ধরে ওই এলাকায় নতুন চরের সৃষ্টি হলে সেখানে ক্ষতিগ্রস্তরা কৃষিকাজ করে জীবিকা নির্বাহ করছেন। কিন্তু সম্প্রতি অবৈধভাবে বালু উত্তোলন চলছে। এতে ফসলি জমি ক্ষতিগ্রস্ত হচ্ছে।
এই বালু উত্তোলনে বাধা দিলে বালু উত্তোলনকারীরা গ্রামবাসীর ওপর হামলা করে জীবননাশের হুমকি দেন। তাই নদী থেকে অবৈধ বালু উত্তোলন বন্ধ ও ফসলি জমি সংরক্ষণের দাবিতে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দিয়েছেন বলে জানান ভুক্তভোগীরা।