ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে মাদ্রাসাছাত্রকে ধর্ষণের অভিযোগে মাওলানা সোহরাব উদ্দিনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। সোহরাব উপজেলার শ্যামগ্রাম ইউনিয়নের নাছিরাবাদ জোবেদা খাতুন জামে মসজিদের ইমাম। তাঁর বাড়ি সুনামগঞ্জ জেলার বোগলাবাজার উপজেলার ক্যাম্পেরঘাট গ্রামে।
নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুর রশিদ বলেন, ধর্ষণের শিকার মাদ্রাসাছাত্রের পরিবারের অভিযোগের প্রেক্ষিতে মসজিদের ইমামকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল বুধবার দুপুরে তাঁর বিরুদ্ধে মামলা করে আদালতে সোপর্দ করা হয়। আদালত তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।