Ajker Patrika
হোম > ছাপা সংস্করণ

খানাখন্দে বৃষ্টির পানি, ছিটকে ভিজে চলাচলকারী

বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি

খানাখন্দে বৃষ্টির পানি, ছিটকে ভিজে চলাচলকারী

নাটোরের বাগাতিপাড়ার পৌরসভার সোনাপাতিল এলাকার জনগুরুত্বপূর্ণ সড়কের প্রায় এক কিলোমিটারজুড়ে খানাখন্দের সৃষ্টি হয়েছে। এতে দুর্ভোগে পড়েছেন চলাচলকারীরা। আর ভাঙা স্থানগুলোতে সামান্য বৃষ্টি হলেই পানি জমে দুর্ভোগের মাত্রা আরও বাড়ছে।

স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, ২০১৮ সালের মে মাসে স্থানীয় সরকার ও প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) এ সড়কের কাজ করে। তার বছরখানেক পর পর্যন্ত পুরো সড়ক ভালো থাকলেও সোনাপাতিল মহল্লার ওই অংশটুকু ভেঙে যায়। প্রতি বর্ষা মৌসুমেই গর্তগুলোতে দায়সারা কাজ করা হয়। এর ফলে বছরড়ে চলাচলকারীদের দুর্ভোগে পড়তে হয়।

এলাকাবাসীর অভিযোগ, এই মহল্লাটি পৌর এলাকার হলেও পানিনিষ্কাশনের কোনো ব্যবস্থা করা হয়নি। ফলে ওই এলাকায় সামান্য বৃষ্টিতেই পানি রাস্তায় এসে জমে। ফলে সড়কটি সংস্কার করা হলেও ওই অংশ দ্রুত নষ্ট হয়ে যায়। তাই আরসিসি ঢালাইয়ের মতো স্থায়ী ও টেকসই ব্যবস্থার প্রয়োজন বলে মনে করেন তাঁরা।

ঘোরলাজ গ্রামের অটোরিকশার চালক সেলিম আহমেদ বলেন, সড়কটি দিয়ে গাড়ি চালাতে গিয়ে দুর্ভোগের শেষ থাকে না। বৃষ্টি হলে গাড়িতে থাকা যাত্রীদের পোশাক কাদায় মেখে যায়। আবার সারা বছর ধুলা ও ভাঙা অংশে দুর্ভোগ পোহাতে হয়।

স্থানীয় মোটরসাইকেলের চালক রাশেদুল আলম বলেন, সামান্য বৃষ্টি হলেই সড়কটি দিয়ে যাওয়ার উপায় থাকে না। কাদাপানিতে একাকার হয়ে থাকে, কয়েক দিন তাঁর পোশাকে কাদা মেখেছে। উপজেলার প্রধান ও গুরুত্বপূর্ণ সড়কের এমন বেহাল, যা আসলে মেনে নেওয়ার মতো নয়।

উপজেলা প্রকৌশলী আজিজুর রহমান বলেন, সড়কটি পৌরসভার। তাই এটা মেরামতের দায়িত্ব পৌরসভার। তারপরও জনগুরুত্বের বিষয়টি বিবেচনা করে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের মাধ্যমে সড়কটির সংস্কার করার চেষ্টা চলছে।

পৌর মেয়র শরিফুল ইসলাম লেলিন বলেন, সড়কটির স্থায়ী ও টেকসই সংস্কারের জন্য যে পরিমাণ অর্থ প্রয়োজন, সেই পরিমাণ অর্থ পৌরসভা থেকে জোগান দেওয়া সম্ভব না। তাই স্থানীয় সরকার মন্ত্রণালয়ে মাধ্যমে কাজটি করার জন্য আবেদন করা হয়েছে। 

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ