Ajker Patrika
হোম > ছাপা সংস্করণ

ট্রেনের বগির শৌচাগারে বীর মুক্তিযোদ্ধার লাশ

পঞ্চগড় প্রতিনিধি

ট্রেনের বগির শৌচাগারে বীর মুক্তিযোদ্ধার লাশ

পঞ্চগড়ে আন্তনগর দ্রুতযান এক্সপ্রেস ট্রেনের বগি থেকে আব্দুল আজিজ শেখ (৭৪) নামে এক বীর মুক্তিযোদ্ধা ও অবসরপ্রাপ্ত বিজিবি সদস্যের লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার দুপুরে ট্রেনের বগির শৌচাগার থেকে এ লাশ উদ্ধার করে সদর থানা-পুলিশ। আব্দুল আজিজ শেখ ঝিনাইদহ জেলার শৈলকুপা থানার লক্ষণদিয়া গ্রামের বাসিন্দা বলে জানা গেছে।

জানা যায়, গত সোমবার রাত ৮টায় ঢাকা থেকে ছেড়ে আসা দ্রুতযান এক্সপ্রেসে করে দিনাজপুরের ফুলবাড়ীর উদ্দেশ্যে রওনা দেন আব্দুল আজিজ শেখ। মঙ্গলবার সকালে ট্রেনটি পঞ্চগড়ের বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম রেলওয়ে স্টেশনে পৌঁছায়। একপর্যায়ে রেল পুলিশ ট্রেনের বগির শৌচাগারে লাশ পড়ে থাকতে দেখে বিষয়টি সদর থানায় জানায়। পরে দুপুরে পুলিশ ঘটনাস্থল থেকে বিজিবির সহযোগিতায় লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পঞ্চগড় সদর হাসপাতাল মর্গে পাঠায়। রেল পুলিশের ধারণা, হৃদ্‌যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ওই বীর মুক্তিযোদ্ধার মৃত্যু হয়েছে।

বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিজের ছেলে রাশেদ শেখ মিঠু মোবাইলে জানান, তাঁর বাবা সর্বশেষ দিনাজপুরের ফুলবাড়ীতে চাকরি করতেন। সেখান থেকে অবসরভাতা তোলেন তিনি। এ জন্য প্রায় সময় ঝিনাইদহের শৈলকুপা থেকে ফুলবাড়ী আসতেন তিনি। সোমবার ট্রেনযোগে সেখানেই যাচ্ছিলেন।

দিনাজপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এরশাদুল হক ভূঁইয়া বলেন, আব্দুল আজিজের সঙ্গে থাকা ভোটার আইডি কার্ড দেখে তাঁর পরিচয় শনাক্ত করা হয়েছে।

পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ মিয়া ট্রেন থেকে মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে আজকের পত্রিকাকে বলেন, ‘মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।’

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ