সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হকের নির্দেশনায় বাগমারায় আগামী ২৫ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ যুব মহিলা লীগ বাগমারা উপজেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন। দীর্ঘ ৯ বছর পর জমকালো আয়োজনের মধ্যে দিয়ে অনুষ্ঠিত হবে এ সম্মেলন। আওয়ামী লীগের সহযোগী সংগঠনটির সম্মেলন ঘিরে সাজ সাজ রব দেখা দিয়েছে উপজেলা সদর ভবানীগঞ্জে।
এরই মধ্যে ত্রি-বার্ষিক সম্মেলন স্থল ভবানীগঞ্জ নিউ মার্কেট মিলনায়তনসহ এর আশপাশ সেজেছে ভিন্নভাবে। সম্মেলন উপলক্ষে রাস্তায় নির্মাণ করা হয়েছে তোরণ। সেই সঙ্গে ব্যানার আর ফেস্টুনে যোগ হয়েছে ভিন্নমাত্রা।