হোম > ছাপা সংস্করণ

২৬ মে ঢাকায় দেখা হবে অভিনেতা বুরাকের সঙ্গে

বিনোদন প্রতিবেদক, ঢাকা

তুরস্কের টিভি সিরিজ ‘মুহতেশেম ইউযয়িল’ বাংলাদেশের দর্শকদের কাছেও জনপ্রিয়। ‘সুলতান সুলেমান’ নামে দীপ্ত টিভিতে প্রচারিত হয়েছিল এ সিরিজের বাংলা ভার্সন। সুলতান সুলেমানের অধীনে একজন মিলিটারি কমান্ডারের চরিত্রে নজর কাড়েন তুরস্কের অভিনেতা বুরাক অ্যাজিভিট। তবে ‘কুরুলুস উসমান’ দিয়েই সবচেয়ে বেশি জনপ্রিয়তা পান বুরাক। এ সিরিজে তিনি ছিলেন মুখ্য চরিত্র উসমানের ভূমিকায়। এ কারণে বাংলাদেশের অনেকের কাছে তিনি উসমান বলেও পরিচিত। 

কয়েক দিন আগে সোশ্যাল মিডিয়ায় বুরাক জানান, প্রথমবারের মতো বাংলাদেশে আসছেন তিনি। তবে কবে আসবেন, সেটি তখন প্রকাশ করেননি। গতকাল আরেক ভিডিও বার্তায় অভিনেতা জানালেন তাঁর আসার দিনক্ষণ। বুরাক অ্যাজিভিট বলেন, ‘বাংলাদেশ তোমায় সালাম। আমি এখন ইস্তাম্বুলে। শিগগির আমি বাংলাদেশে আসছি। তারিখটি তোমরা মনে রেখো। সেটা হলো ২৬ মে। সেদিন সবার সঙ্গে দেখা হবে।’

জানা গেছে, সিঙ্গার বাংলাদেশের মুখপাত্র হিসেবে বাংলাদেশ সফর করবেন বুরাক অ্যাজিভিট। এ প্রতিষ্ঠানের সঙ্গে সমঝোতার অংশ হিসেবে ঢাকায় তিনি একাধিক কার্যক্রমে অংশ নেবেন। বুরাকের আগমন উপলক্ষে ‘বুরাক স্পেশাল উরাধুরা ফ্রাইডে’ নামে একটি ক্যাম্পেইন শুরু করেছে সিঙ্গার বাংলাদেশ। ১৯ থেকে ২৬ মের মধ্যে দেশব্যাপী যেকোনো সিঙ্গার বেকো স্টোর এবং সিঙ্গার ডটকম থেকে যেকোনো পণ্য কিনে ভাগ্যবান বিজয়ী হিসেবে বুরাকের সঙ্গে দেখা করার সুযোগ পাবেন ভক্তরা।

ইস্তাম্বুলের এক মধ্যবিত্ত পরিবারে ১৯৮৪ সালে বুরাক অ্যাজিভিটের জন্ম। ফটোগ্রাফি বিষয়ে স্নাতক শেষ করে মডেল হিসেবে কাজ শুরু করেন। ২০০৫ সালে এক প্রতিযোগিতায় তুরস্কের সেরা মডেল নির্বাচিত হন। ‘মাইনাস ১৮’ দিয়ে পরের বছর শুরু হয় তাঁর অভিনয় ক্যারিয়ার। ২০০৮ সালে ‘লিটল সিক্রেটস’ সিনেমায় অভিনয়ের পর তুরস্কের দর্শকদের কাছে পরিচিতি পান। তবে বিশ্বজুড়ে তাঁর জনপ্রিয়তা ছড়িয়ে পড়ে মুহতেশেম ইউযয়িল ও কুরুলুস উসমান সিরিজের কল্যাণে।

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ

সড়ক দুর্ঘটনায় ৬ প্রাণহানি

সেকশন