কাউনিয়া (রংপুর) প্রতিনিধি
রংপুরের কাউনিয়ায় বৃষ্টিতে তলিয়ে যাওয়া আশ্রয়ণ প্রকল্পের জলাবদ্ধতা নিরসনে ব্যবস্থা নিতে যাচ্ছে প্রশাসন। উপজেলার হারাগাছ পৌর এলাকার মায়াবাজার ক্যানেলটারী মহল্লার এ প্রকল্পে পাঁচ দিন ধরে দুর্ভোগ পোহাচ্ছেন উপকারভোগীরা। তাঁরা আশ্রয়ণের ঘর ছেড়ে অন্যত্র ঠাঁই নিয়েছেন।
পানিবন্দী বাসিন্দাদের দুর্ভোগ দেখতে গতকাল রোববার প্রকল্প এলাকায় যান অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এ ডব্লিউ এম রায়হান শাহ। সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা গেছে, ভূমিহীনদের পুনর্বাসনে ওই মহল্লায় ২২ উপকারভোগীর প্রত্যেককে ২ শতাংশ জমির ওপর পাকা ঘর নির্মাণ করে দেয় প্রশাসন। তবে ঘরগুলো নিচু জায়গায় বানানো নিয়ে স্থানীয় লোকজন শুরু থেকেই আপত্তি জানিয়েছিলেন। তাঁদের অভিযোগ ছিল, জায়গা উঁচু না করে ঘর তৈরি করা হয়েছে। এ কারণে সামান্য বৃষ্টির পানিতে এর বাসিন্দারা পানিবন্দী হয়ে পড়ছেন।
গত বুধবার বৃষ্টির পর বেশ কিছু ঘরে তিন ফুট পর্যন্ত পানি উঠে যায়। সেখানে প্রয়োজনীয় নালা না থাকায় এই পানি বের হতে পারছে না। উপকারভোগীরা ঘর ছেড়ে উঁচু স্থানে অন্যের বাড়িতে রান্না করছেন।
সাবানা নামের এক বাসিন্দা বলেন, ‘পাঁচ দিন ধরে জলাবদ্ধতায় আছি। আজ (রোববার) বড় স্যারেরা আসছিলেন। তাঁরা দেখি গেলেন।’ এ বিষয়ে অতিরিক্ত জেলা প্রশাসক বলেন, ‘সে স্থানে ঘরগুলো নির্মাণ করা হয়েছে, এলাকাটি কিছুটা নিচু ছিল। উপজেলা প্রশাসন এই স্থানে মাটি ভরাট করে ঘর নির্মাণ করেছিল। আমরা আবারও মাটি ভরাট করার ব্যবস্থা নিয়েছি। সে সঙ্গে দ্রুত পানি নিষ্কাশনের ব্যবস্থা নেওয়া হয়েছে। এ জন্য উপজেলা প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে। প্রশাসন আজকের মধ্যে ব্যবস্থা
গ্রহণ করবে।’