বিনোদন প্রতিবেদক, ঢাকা
সংরক্ষিত কোটায় রাজউকের প্লট বরাদ্দ পেয়েছিলেন ‘মুজিব: একটি জাতির রূপকার’ সিনেমায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের চরিত্রে অভিনয় করা আরিফিন শুভ। শুভকে বরাদ্দ দেওয়া রাজউকের সেই প্লটটি বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে অভিনেতার প্লট বরাদ্দ বাতিল করাকে অযৌক্তিক বলে মনে করছেন উপস্থাপক ও নির্মাতা আব্দুন নূর তুষার। তিনি জানান, মুজিব সিনেমায় তাঁকে চূড়ান্ত করেছিলেন পরিচালক শ্যাম বেনেগাল, তাতে কোনো দলের প্রভাব ছিল না।
গতকাল ফেসবুকে আব্দুন নূর তুষার লেখেন, ‘শুভর প্লট বরাদ্দ বাতিল করা অযৌক্তিক। তার অভিনয়-মডেলিং ক্যারিয়ার চব্বিশ বছরের। ছেলেটা কখনো রাজনীতিতে ছিল না। আলো আসবেই গ্রুপ করে নাই। নির্বাচনী প্রচারণায় ঢ্যাং ঢ্যাং করে ঢোল বাজায় নাই। সে একাধিকবার প্রথম আলো পুরস্কার পেয়েছে। সেখানে লীগের প্রভাব ছিল না। তাকে কাস্ট করেছিল শামা জায়েদি ও শ্যাম বেনেগাল সরাসরি। গণভবনে কাস্টিং করার দাওয়াত সে পায় নাই। সে লিস্টেই ছিল না। আরিফিন শুভর সঙ্গে অন্যায় করা হচ্ছে। সে কোনো সংস্কৃতি লীগ বিবৃতি লীগেও ছিল না। বিশ বছরেরও বেশি আগে ছেলেটার প্রথম দিকে বহু কাজ আমার সঙ্গে। সে বিনয়ী ছেলে। ভালো ছেলে।’
তিনি আরও লেখেন, ‘আমার অনেক প্রিয় তিশা আর সাবিলা নূর। নুসরাত ফারিয়াও। এরা ছিল রেণু-রেহানা ও হাসিনা চরিত্রে। এখন কি এরাও নানা রকম সাজা পাবে? সাবিলা তো পুরোই বেমানান ছিল! রেহানা আপা কোনদিনও ওর মতো সুন্দরী ছিল না। শিল্পীর কাজ অভিনয়। এ জন্য তাকে শাস্তি দেয়া সঠিক না। তাহলে কি কল রেডি মাইক ব্যবসা বন্ধ হবে? সিনেপ্লেক্স বন্ধ হবে? ছবি দেখিয়েছে তাই? শাস্তি শ্যাম বেনেগালকে দেন। এত বাজে একটা ছবি বানিয়েছে তাই।’
আরও খবর পড়ুন: