উন্নয়ন পেতে হলে নৌকা মার্কায় ভোট দিতে হবে বলে মন্তব্য করেছেন বদরগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলে রাব্বি সুইট। গত রোববার রাতে উপজেলার রামনাথপুর ইউনিয়নের খালিশা হাজীপুর দাখিল মাদ্রাসা মাঠে এক নির্বাচনী উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। ওই উঠান বৈঠকের আয়োজন করে রামনাথপুর ইউনিয়ন আওয়ামী লীগ।
বৈঠকে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি মোহছিনা বেগম প্রমুখ।
ফজলে রাব্বি সুইট বলেন, ‘আসন্ন ইউপি নির্বাচনে দল যাকে নৌকা দেবে, তাঁকেই ভোট দেবেন। এলাকার উন্নয়ন পেতে হলে নৌকা মার্কায় ভোট দিয়ে চেয়ারম্যান নির্বাচিত করতে হবে। যদি নৌকা মার্কার প্রার্থী হেরে যায়, তাহলে কিভাবে সাংসদের কাছে এলাকার উন্নয়নে বরাদ্দ চাইবেন?