আজকের পত্রিকা ডেস্ক
এখনো ৫ বছরে পা দেয়নি আজমাইন নাফি নুর সার্থক। কিন্তু প্রাণঘাতী এক বিরল ব্যাধিতে আক্রান্ত হয়ে বিছানাতেই কাটছে শিশুটির রাত-দিন। রংপুর মহানগরীর ধাপ হাজিপাড়ার আমিনুল-স্নিগ্ধা দম্পতির সন্তান সে। অর্থাভাবে সন্তানের সঠিক চিকিৎসা করাতে পারছেন না তাঁরা।
স্পাইনাল মাসকুলার অ্যাট্রোফি নামের এক বিরল রোগ বাসা বেঁধেছে সার্থকের শরীরে। বিদেশে নিয়ে জিন থেরাপির মাধ্যমে এই রোগের চিকিৎসা করাতে প্রয়োজন ২৫ কোটি টাকার বেশি। সবার সহযোগিতায় হয়তো আবারও স্বাভাবিক জীবনে ফিরতে পারবে শিশুটি। তাকে সাহায্য পাঠানোর ঠিকানা: আমিনুল ইসলাম, অ্যাকাউন্ট নম্বর-৭০১৭৫১৮০১২৩০৭, ডাচ্-বাংলা ব্যাংক, রংপুর শাখা, মোবাইল ফোন নম্বর: ০১৭৩৫৯৭৫০৯৩। বিজ্ঞপ্তি