Ajker Patrika
হোম > ছাপা সংস্করণ

রাঙামাটিতে এক দিনে করোনা শনাক্ত ৮৪

রাঙামাটি প্রতিনিধি

রাঙামাটিতে এক দিনে করোনা শনাক্ত ৮৪

রাঙামাটিতে গত ২৪ ঘণ্টায় ৮৪ জনের করোনা শনাক্ত হয়েছে। ১৮৪ জনের নমুনা পরীক্ষায় এ ফলাফল আসে। এতে শনাক্তের হার দাঁড়ায় ৪৫ দশমিক ৬৫ শতাংশ। চলতি মাসে এটি এক দিনে সর্বোচ্চ শনাক্ত।

আক্রান্তদের মধ্যে রাঙামাটির ৪৭ জনই সদর উপজেলার বাসিন্দা। এ ছাড়া কাপ্তাইয়ে ২৩ জন, কাউখালীতে ৫, বিলাইছড়িতে ৪ , জুরাছড়ি ৩ ও লংগদু উপজেলার ২ জন।

জেলা সিভিল সার্জন কার্যালয়ের তথ্য অনুযায়ী, এ পর্যন্ত জেলায় করোনা শনাক্ত হয়েছে ৪ হাজার ৭১৩ জনের। তাঁদের মধ্যে মারা গেছেন ৩৪ জন।

বর্তমানে জেলায় করোনা আক্রান্ত হয়ে চিকিৎসাধীন আছেন ৪৩৯ জন। তাঁদের মধ্যে ১ জন রাঙামাটি জেনারেল হাসপাতালে আইসোলেশনে ভর্তি আছেন।

এ পর্যন্ত জেলায় করোনা টিকার প্রথম ডোজ নিয়েছেন ৪ লাখ ৮ হাজার ৫২৩ জন। দ্বিতীয় ডোজ সম্পন্ন করেছেন ৩ লাখ ২ হাজার ৪৯৭ জন।

এর আগে গত বৃহস্পতিবার ১৮২ জনের নমুনা পরীক্ষা করে ৭১ জনের করোনা শনাক্ত হয়। এতে শনাক্তের হার ৩৯ দশমিক শূন্য ১ শতাংশ।

করোনাভাইরাস সংক্রমণের উচ্চ ঝুঁকি বিবেচনায় ১২ জানুয়ারি ঢাকার সঙ্গে রাঙামাটি জেলাকেও ‘রেড জোন’ হিসেবে চিহ্নিত করেছে স্বাস্থ্য অধিদপ্তর। এ সময় রাজধানীতে করোনা সংক্রমণের হার ১২ দশমিক ৯০ শতাংশ এবং রাঙামাটিতে ১০ শতাংশ জানানো হয়েছিল।

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ