Ajker Patrika
হোম > ছাপা সংস্করণ

বিয়ের দাবিতে যুবকের বাড়িতে তরুণী র অবস্থান

ফুলপুর প্রতিনিধি

বিয়ের দাবিতে যুবকের বাড়িতে তরুণী র অবস্থান

ফুলপুরে বিয়ের দাবিতে এক তরুণী তাঁর প্রেমিকের বাড়িতে দুদিন ধরে অবস্থান করছেন। এ ঘটনার পর থেকে ওই যুবক পলাতক রয়েছেন। সম্পর্কের কথা অস্বীকার করেছে তাঁর পরিবার।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, শেরপুরের নালিতাবাড়ীর এক তরুণীর সঙ্গে ফুলপুর উপজেলার মাজারুলের (২৬) সঙ্গে পরিচয় হয় ঢাকায়। একসঙ্গে কাজ করায় সময় পরিচয়ের একপর্যায়ে তাঁদের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে। এই সম্পর্কের জেরে ওই তরুণীর কাছ থেকে বিভিন্ন প্রলোভনে দুই লাখ টাকা হাতিয়ে নেন বলেও অভিযোগ উঠেছে।

আরও জানা গেছে, ওই তরুণী মাজারুলকে বিয়ের কথা বললে তিনি এড়িয়ে যান এবং টাকা দিতে অস্বীকার করেন। উপায় না পেয়ে ওই তরুণী গত শুক্রবার বিকেল থেকে বিয়ের দাবিতে তাঁর বাড়িতে অবস্থান নেন। এরপর থেকেই ওই যুবক পলাতক রয়েছেন। ফলে তাঁর সঙ্গে কথা বলা সম্ভব হয়নি।

এ বিষয়ে ওই যুবকের মা দাবি করেন, ওই মেয়ের সঙ্গে তাঁর ছেলের কোনো সম্পর্ক নেই।

ফুলপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন বলেন, প্রেমের সম্পর্ক থেকে ওই মেয়ে বিয়ের দাবি নিয়ে ছেলের বাড়িতে অবস্থান করছেন। এ ঘটনায় কোনো মামলা হয়নি।

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ