হবিগঞ্জের বানিয়াচংয় উপজেলায় বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র জব্দ করেছে পুলিশ। গতকাল সোমবার বেলা ১১টায় পৈলারকান্দি ইউনিয়নের পৈলারকান্দি গ্রাম থেকে এসব অস্ত্র জব্দ করা হয়।
পুলিশ জানায়, সোমবার বানিয়াচংয় থানা-পুলিশ ৫ ঘণ্টাব্যাপী অভিযান চালিয়ে দেশীয় অস্ত্র জব্দ করে। এসব অস্ত্রের মধ্যে ছিল টেটা, ফিকল, রামদা, ঢাল, ছুড়ফি, লাঠি ইত্যাদি।
এ ব্যাপারে বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমরান হোসেন আজকের পত্রিকাকে জানান, আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনকে কেন্দ্র করে সহিংসতা এড়াতে অভিযান চালিয়ে দেশীয় অস্ত্র জব্দ করা হয়। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এই অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।