ফরিদপুরের নগরকান্দায় মনোনয়নপত্র দাখিলের আগেই নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ পাওয়া গেছে। অভিযোগ করেন ফুলসুতী ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মুক্তিযোদ্ধা সিদ্দিকুর রহমান মোল্যা।
তিনি অভিযোগ করেন, সরকারি নির্দেশ অমান্য করে ফুলসুতী ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান আরিফ হোসেন ইউনিয়নের সড়কের পাশে গাছের সঙ্গে তাঁর প্রচারণায় বিলবোর্ড টানাচ্ছেন। যা নির্বাচনী আইনে সম্পন্ন অনিয়ম।
সরেজমিনে দেখা গেছে, ইউনিয়নের প্রতিটি সড়কের গাছে ঝুলছে আরিফ হোসেনের বিলবোর্ড। নৌকা প্রতীক চেয়ে গাছে গাছে ঝুলছে বিভিন্ন আঙ্গিকে রঙিন বিলবোর্ড। এলাকায় অনেকের সঙ্গে কথা বলে জানা গেছে, বুধবার সকালে এ বিলবোর্ডগুলো টানানো হয়েছে।
অভিযুক্ত আরিফ হোসেন বলেন, ‘তফসিল ঘোষণার পর বিলবোর্ড টানানো যাবে না এটা আমার জানা নেই। নিয়মে না থাকলে আমি বিলবোর্ডগুলো নামিয়ে ফেলব।’
ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং কর্মকর্তা উপজেলা মৎস্য কর্মকর্তা শেখ তানভীর আখতার বলেন, ‘তফসিল ঘোষণার পর সব ধরনের প্রচার প্রচারণা নিষিদ্ধ। যেহেতু এটাও একটা প্রচারণার মধ্যে পড়ে তাই এটা আচরণবিধি লঙ্ঘন। আগামীকাল (আজ) থেকে এই ধরনের বিলবোর্ড অপসারণের কাজ শুরু করা হবে।’