সিলেট বিনম্র শ্রদ্ধা ও ভালোবাসায় শহীদ বুদ্ধিজীবীদের স্মরণ করা হয়েছে। দিবসটি উপলক্ষে গতকাল মঙ্গলবার সিলেট নগরীসহ জেলার সব উপজেলায় পতাকা উত্তোলন, শ্রদ্ধাঞ্জলি অর্পণ, কালো ব্যাজ ধারণ ও আলোচনা সভার আয়োজন করা হয়।
সিলেট প্রতিনিধি: সিলেট নগরীর চৌহাট্টা এলাকার বুদ্ধিজীবী স্মৃতিসৌধে জাতির শ্রেষ্ঠ সন্তানদের দিনব্যাপী শ্রদ্ধা নিবেদন করা হয়। সকাল থেকে সিলেট বিভাগীয় কমিশনার, ডিআইজি, সিলেট জেলা প্রশাসন, সিলেট সিটি করপোরেশন, জেলা ও মহানগর আওয়ামী লীগ, জেলা ও মহানগর বিএনপি, মহানগর পুলিশ কমিশনার, জেলা পুলিশ সুপার, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন শ্রদ্ধাঞ্জলি নিবেদন করে।
সিলেট মহানগর মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার ভবতোষ রায় বর্মণ রানা এক প্রতিক্রিয়ায় বলেন, ১৯১৭১ সালে দেশকে মেধাশূন্য করতে পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের এ দেশীয় দোসর রাজাকার, আলবদর, আলশামসের সদস্যরা দেশের শিক্ষাবিদ, গবেষক, চিকিৎসক, প্রকৌশলী, সাংবাদিক, কবি ও সাহিত্যিকদের হত্যা করেন। বর্তমান প্রজন্মকে তাই সঠিক ইতিহাস জানানোর মাধ্যমে দেশপ্রেমে উদ্বুদ্ধ করতে হবে।
কোম্পানীগঞ্জ প্রতিনিধি: দিবসটি উপলক্ষে কোম্পানীগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মুসা নাসের চৌধুরীর সভাপতিত্বে উপজেলা পরিষদ সভাকক্ষে এ সভা হয়। এতে স্বাগত বক্তব্য দেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. শরীফুল আলম।
বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আপ্তাব আলী কালা মিয়া, মহিলা ভাইস চেয়ারম্যান আয়েশা বেগম, কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম নজরুল, উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আব্দুল্লাহ আল ইমরান, উপজেলা প্রকৌশলী মো. শাহ আলম, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. বদিউজ্জামান আহমদ প্রমুখ।
জৈন্তাপুর প্রতিনিধি: দিবসটি উপলক্ষে শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন জৈন্তাপুর উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ ও বিভিন্ন সংগঠন। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নুসরাত আজমেরী হক এতে সভাপতিত্ব করেন।
বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল আহমদ, ভাইস চেয়ারম্যান বশির উদ্দিন, সহকারী কমিশনার (ভূমি) ফারুক আহমেদ, ওসি গোলাম দস্তগীর আহমদ, নিজপাট ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ইয়াহিয়া, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ, জৈন্তাপুর প্রেসক্লাবের সভাপতি নূরুল ইসলাম, জৈন্তাপুর অনলাইন প্রেসক্লাব সভাপতি এম এম রুহেলসহ বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও ছাত্র ছাত্রীরা উপস্থিত ছিলেন।
শাবিপ্রবি প্রতিনিধি: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সকাল সাড়ে ৮টার দিকে কালো ব্যাজ ধারণ করা হয়। এরপর সকাল ৯টার দিকে জাতীয় পতাকা এবং বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলন করেন উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আনোয়ারুল ইসলাম। পরে শহীদ মিনার ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন উপাচার্য।
আলোচনা সভায় অধ্যাপক ড. রাশেদ তালুকদার সভাপতিত্ব করেন। শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ মহিবুল আলম অনুষ্ঠানটি সঞ্চালনা করেন। উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আনোয়ারুল ইসলাম ও শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. তুলসী কুমার দাস।
গোয়াইনঘাট প্রতিনিধি: দিবসটি উপলক্ষে পুষ্পস্তবক অর্পণ ও আলোচনা সভার আয়োজন করা হয়। উপজেলা প্রশাসনিক সভাকক্ষে আয়োজিত সভায় ইউএনও মো. তামিলুর রহমান সভাপতিত্ব করেন। এ সময় উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) আসমা জাহান সরকার, ওসি পরিমল চন্দ্র দেব, উপজেলা কৃষি কর্মকর্তা মো. সুলতান আলী, উপজেলা শিক্ষা অফিসার প্রতুল চন্দ্র সরকার, উপজেলা প্রকল্প কর্মকর্তা (পজিপ) সুশান্ত কুমার দাশ, উপজেলা সমবায় কর্মকর্তা মো. আবুল কাশেম ভূঁইয়া, মহিলা বিষয়ক কর্মকর্তা তাসলিমা প্রমুখ।