ভারতের দক্ষিণী চলচ্চিত্রের প্রিয় মুখ কাজল আগারওয়াল। নিজের মসৃণ ত্বকের রহস্য হিসেবে মায়ের হাতে তৈরি ফেসপ্যাকের কথাই বলেন কাজল। সেই সঙ্গে আরও যা মেনে চলেন তিনি–
- নারকেল তেলযুক্ত প্রসাধনী ব্যবহার করেন।
- টক দই, লেবুর রস ও মধুর মিশ্রণ ব্যবহার করেন।
- আমন্ডের গুঁড়ো দিয়ে ত্বক স্ক্র্যাব করেন।
- নিয়মিত ক্লিনজিং, টোনিং ও ময়েশ্চারাইজিং ধাপগুলো মেনে চলেন।
- ত্বক ডিটক্স করতে সপ্তাহে একবার মুলতানি মাটির প্যাক লাগান।
- ত্বক ডিটক্স করতে সপ্তাহে একবার মুলতানি মাটির প্যাক লাগান।
- ন্যাচারাল মেকআপ করতে ভালোবাসেন।