Ajker Patrika
হোম > ছাপা সংস্করণ

আইপিএল নিয়ে জুয়ার আসর, গ্রেপ্তার ৩০

কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি

আইপিএল নিয়ে জুয়ার আসর, গ্রেপ্তার ৩০

নেত্রকোনার কেন্দুয়ায় এক ইউপি সদস্যের চায়ের দোকানে বসানো ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) খেলা নিয়ে জুয়ার আসর থেকে ৩০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের গতকাল সোমবার বিকেলে আদালতে পাঠানো হয়েছে।

পুলিশ, মামলার এজাহার ও স্থানীয় সূত্র জানায়, উপজেলার রোয়াইলবাড়ি ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের সদস্য ও চাপুরী গ্রামের আমির হামজা স্থানীয় বঙ্গবাজারের চায়ের দোকানে টেলিভিশনে আইপিএল ক্রিকেট খেলা দেখানোর নামে জুয়ার আসর বসাতেন। ওই আসরে কেন্দুয়া ছাড়াও পাশের বিভিন্ন উপজেলা থেকে তরুণ ও যুবকদের সমাগম ঘটত।

এ অবস্থায় গত রোববার গভীর রাতে স্থানীয় পেমই পুলিশ তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক (এসআই) সুজন তালকদারের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালায়। এ সময় আইপিএল ক্রিকেট খেলায় টাকার বিনিময়ে বাজি ধরে জুয়া খেলার অভিযোগে ৩০ জুয়াড়িকে হাতেনাতে আটক করা হয়।

তাদের বাড়ি কেন্দুয়াসহ পাশের নান্দাইল ও ঈশ্বরগঞ্জ উপজেলার বিভিন্ন গ্রামে বলে জানা গেছে। তবে অভিযানের খবর পেয়ে অভিযুক্ত ইউপি সদস্য আমির হামজা কৌশলে পালিয়ে যান। এ ছাড়া অভিযানের সময় জুয়াখেলার সরঞ্জাম হিসেবে একটি এলইডি টেলিভিশন এবং নগদ প্রায় ১৫ হাজার টাকাও জব্দ করা হয়। পরে পুলিশ বাদী হয়ে কেন্দুয়া থানায় মামলা করেছে।

কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী শাহনেওয়াজ বলেন, গ্রেপ্তারকৃতদের আদালতে পাঠানো হয়েছে। এ ছাড়া পলাতক ইউপি সদস্য আমির হামজাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। আইপিএলে টাকার বিনিময়ে বাজি ধরে জুয়া খেলার কারণে এলাকার পরিবেশ নষ্টসহ যুবসমাজ ধ্বংসের দিকে চলে যাচ্ছে। এলাকাকে জুয়ামুক্ত রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এ বিষয়ে অনেক চেষ্টা করেও অভিযুক্ত ইউপি সদস্য আমির হামজার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। তবে স্থানীয় রোয়াইলবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস. এম ইকবাল রুমী বলেন, ‘শুনেছি আমির হামজার দোকানে এ ধরনের জুয়ার আসর বসত। অভিযোগ সত্য হলে তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হোক।’ জুয়া খেলা বন্ধ করতে প্রশাসন এগিয়ে এলে সহযোগিতা করবেন বলে জানান তিনি।

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ