মুন্সিগঞ্জের শ্রীনগরে মহান বিজয় দিবস ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার সকাল ১০টা থেকে দিনব্যাপী উপজেলা সদর ইউনিয়নের উপজেলা পরিষদ সংলগ্ন ফেমাস জেনারেল হাসপাতালের হল রুমে এ পিঠা উৎসব হয়।
এতে হাসপাতালের ম্যানেজার মাইনুল হাসান, স্টাফ সিথী, ফারজানা, সাম্মী, নুপুর, স্বর্ণা, ইতি, কেয়া ও অন্যান্য স্টাফরা বিভিন্ন এলাকা থেকে প্রায় ৬০ ধরনের পিঠা বানিয়ে নিয়ে এসে পিঠা উৎসবে অংশগ্রহণ করেন। এই পিঠা হাসপাতালে আসা রোগী, রোগীর স্বজন ও স্থানীয়দের মাঝে পরিবেশন করা হয়।
এ ছাড়া মুন্সিগঞ্জের সিরাজদিখানে মডার্ন গ্রিন সিটিতে পিঠা উৎসব শুরু হয়েছে। গত বৃহস্পতিবার উপজেলার কেয়াইন ইউনিয়নের ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে সংলগ্ন মডার্ন গ্রিন সিটিতে ৪ দিনব্যাপী এ পিঠা উৎসব অনুষ্ঠিত হয়। পিঠা উৎসবের প্রথম দিনে বিভিন্ন স্টল পরিদর্শন করেন মুন্সিগঞ্জ-১ আসনের সাংসদ মাহি বি চৌধুরী।
এ সময় তাঁর সঙ্গে ছিলেন বিকল্প যুবধারার কেন্দ্রীয় সভাপতি ও বিকল্পধারা বাংলাদেশের শিক্ষা বিষয়ক সম্পাদক উপাধ্যক্ষ আসাদুজ্জামান বাচ্চু, উপজেলা বিকল্প যুবধারার সদস্যসচিব শেখ মহিউদ্দিন ছায়েম, মডার্ন গ্রিন সিটির চেয়ারম্যান লায়ন সলিমুল্লাহ মিয়া, মার্কেটিং প্রধান আশিকুল ইসলাম প্রমুখ।