এম এস রানা, ঢাকা
চিরকুট ব্যান্ডের ড্রামার হিসেবে পরিচিতি পেলেও সংগীত পরিচালনায়ও নিজের দক্ষতা প্রমাণ করেছেন পাভেল আরিন। মোস্তফা সরয়ার ফারুকীর ‘ডুব’ সিনেমার ‘আহারে জীবন’ গানটি তারই প্রমাণ। এবার নিজের সংগীত পরিচালনায় নতুন মিউজিক সেশন শুরু করতে যাচ্ছেন পাভেল। নাম দিয়েছেন ‘লিভিং রুম সেশন’। পাভেল বললেন, ‘একটা লিভিং রুমে আমরা কয়েকজন গানের মানুষ একত্র হব। সেখানেই হবে আমাদের মিউজিক জ্যামিং, পুরোনো গানের নতুন উপস্থাপনা। থাকবে মৌলিক গানও। সাধারণত, মিউজিক স্টুডিও কিংবা প্র্যাকটিস প্যাডে জ্যামিং করতে করতেই নানা ধরনের গান নিয়ে এক্সপেরিমেন্ট হয়। কনসেপ্টটা সেখান থেকেই। পার্থক্য কেবল, আমরা পরিপূর্ণ গান নিয়ে দর্শক-শ্রোতার সামনে আসব।’
লিভিং রুম সেশন-এর কয়েকটি সিজন করার পরিকল্পনা রয়েছে পাভেলের। ভিন্ন ভিন্ন সিজনে ভিন্ন ভিন্ন শিল্পীর গান নিয়ে থাকবে আয়োজন। পাভেল জানিয়েছেন, প্রথম সিজনের প্রথম পর্বে থাকছে ৮ শিল্পীর ৯টি গান। এর মাঝে ৮টি গান রিমিক্স করা হয়েছে, ১টি গান নতুন। শিল্পীরা হলেন ইমরান মাহমুদুল, ঐশী, কনা, মাশা ইসলাম, জাহিদ নিরব, মুজিব পরদেশী, ইন্নিমা রশ্নি ও কাজল দেওয়ান। প্রচার পলিসির কারণে এখনই গানগুলোর শিরোনাম প্রকাশ করতে চাইছেন না আয়োজকেরা।
আয়োজনটির পৃষ্ঠপোষকতা করছে টাইম জোন। ইতিমধ্যেই নিউইয়র্কের টাইমস স্কয়ারের বিলবোর্ডে লিভিং রুম সেশনের বিজ্ঞাপন প্রচারিত হচ্ছে। সেখানে বাংলাদেশের শিল্পীদের দেখে সংগীতপ্রেমীদের মাঝে আগ্রহ তৈরি হয়েছে।
লিভিং রুম সেশনের গানগুলোর অডিও প্রোডাকশন করছে বাটার কমিউনিকেশন। ভিডিও নির্মাণ করেছেন মারুফ রায়হান। পরিবেশনায় থাকছে মাশরুম এন্টারটেইনমেন্ট। ভ্যালেন্টাইনস ডে উপলক্ষে ১৪ ফেব্রুয়ারি ইউটিউবে প্রচার শুরু হবে লিভিং রুম সেশন।
এ বিষয়ে কথা হয় শিল্পী কনার সঙ্গে। তিনি বলেন, ‘পুরোনো গানগুলো সম্পূর্ণ ভিন্ন আমেজে উপস্থাপন করা হয়েছে। ফোক গান, রবীন্দ্রসংগীতসহ নানা ধরনের গান থাকছে। গানগুলোর রেকর্ডিং হয়েছে গত বছর। অ্যাকুস্টিক মিউজিকের সঙ্গে আমরা লাইভ গেয়েছি। কোক স্টুডিও বাংলা কিংবা উইন্ড অব চেঞ্জের মতোই ফিউশন মিউজিকের স্বাদ পাবেন শ্রোতারা।’