গাইবান্ধা প্রতিনিধি
গাইবান্ধার সুন্দরগঞ্জে উপজেলায় আমন ধান সংগ্রহে কৃষক নির্বাচনে উন্মুক্ত লটারি অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার উপজেলা পরিষদ হলরুমে ধান সংগ্রহের উদ্বোধন করা হয়। চলতি মৌসুমে উপজেলায় এক হাজার ৭৯৫ মেট্রিক টন ধান সংগ্রহ করা হবে। পাশাপাশি চাল সংগ্রহ করা হবে ৮৩৩ মেট্রিক টন। প্রতি কেজি ধান ২৭ টাকা এবং চাল ৪০ টাকা দরে ক্রয় করা হবে। উপজেলার ৩৬ হাজার ৫২৮ জন কৃষকের মধ্যে হতে লটারির মাধ্যমে কৃষক নির্বাচন করা হয়। একজন কৃষক এক মেট্রিক টন ধান দিতে পারবেন।