হোম > ছাপা সংস্করণ

আশা হারাচ্ছেন না মেসি

ক্রীড়া ডেস্ক

টানা ৩৬ ম্যাচ অপরাজিত থেকে এবারের বিশ্বকাপে খেলতে এসেছিল আর্জেন্টিনা। সেই আর্জেন্টিনাই বিশ্বকাপ শুরু করল হার দিয়ে। লুসাইল স্টেডিয়ামে গতকাল সৌদি আরবের বিপক্ষে ২-১ গোলে হারলেন লিওনেল মেসিরা, যা ফুটবল ইতিহাসের অন্যতম অঘটন।

এই হারে ‘সি’ গ্রুপে আর্জেন্টিনার বাকি দুই ম্যাচ হয়ে গেছে ‘ডু-অর-ডাই’। যেখানে আর্জেন্টাইনদের বাকি দুই প্রতিপক্ষ মেক্সিকো ও পোল্যান্ড। তারা আবার সৌদি আরবের চেয়ে তুলনামূলক শক্ত প্রতিপক্ষ। পরাজয়ে অন্যদের চেয়ে বেশি কষ্ট পেয়েছেন আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসি। ম্যাচের পর মেসি বলেছেন, ‘এটা অনেক বড় ধাক্কা, পরাজয় সব সময়ই কষ্টের। কিন্তু আমাদের নিজেদের প্রতি আস্থা রাখতে হবে।’

মেসির কথায় ভক্তরা একটু আশাবাদী হতেই পারেন; পাশাপাশি আর্জেন্টিনাকে আশা দেখাচ্ছে পরিসংখ্যান। মেক্সিকো, পোল্যান্ড—এই দুই দলের বিপক্ষেই মুখোমুখি লড়াইয়ে এগিয়ে আকাশি-নীলরা। পুরোনো রেকর্ডে চোখ রেখে আশাবাদী মেসি, ‘গ্রুপ পর্ব থেকেই আশা ছাড়ছি না। আমরা মেক্সিকোকে হারাতে সর্বোচ্চ চেষ্টা করব।’

 আমরা দীর্ঘদিন এমন পরিস্থিতিতে পড়িনি। এখন আমাদের সত্যিকার দল হিসেবে লড়াই করতে হবে।

মেক্সিকোর পর আর্জেন্টিনার  প্রতিপক্ষ পোল্যান্ড। আগামী ৩০ নভেম্বর ৯৭৪ স্টেডিয়ামে পোলিশদের বিপক্ষে খেলবে আর্জেন্টাইনরা। এখন পর্যন্ত আর্জেন্টিনা-পোল্যান্ড মুখোমুখি হয়েছে ১১ ম্যাচে। আর্জেন্টিনা জিতেছে ৬ ম্যাচে, হেরেছে ২ ম্যাচে এবং ড্র হয়েছে ৩ ম্যাচ। সামনের দুই প্রতিপক্ষ নয়, নিজেদের কথাই বললেন মেসি, ‘আমরা দীর্ঘদিন এমন পরিস্থিতিতে পড়িনি। এখন আমাদের সত্যিকার দল হিসেবে লড়াই করতে হবে।’ একেবারে শুরু থেকে আবারও শুরু করার প্রত্যয় ব্যক্ত করলেন সাতবারের ব্যালন ডি’অর বিজয়ী আর্জেন্টিনা অধিনায়ক, ‘আমাদের বেসিক থেকে শুরু করতে হবে। এখন আমাদের মনোযোগ দিতে হবে আগামী ম্যাচে।’

আর্জেন্টিনা ফুটবল সম্পর্কিত খবর জানতে এখানে ক্লিক করুন

মেক্সিকো, পোল্যান্ড—এই দুই দলের বিপক্ষে আর্জেন্টিনাকে তো জিততে হবেই। ‘সি’ গ্রুপের বাকি ম্যাচগুলোর দিকেও তাকিয়ে থাকতে হবে আলবিসেলেস্তেদের। বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচেই কাজটা তাই কঠিন করে ফেলেছে আর্জেন্টিনা।

বিশ্বকাপ ফুটবল সম্পর্কিত আরও পড়ুন:

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ

সড়ক দুর্ঘটনায় ৬ প্রাণহানি

সেকশন