হোম > ছাপা সংস্করণ

দক্ষিণী সিনেমায় অভিষেক

বিনোদন ডেস্ক

ভারতীয় চলচ্চিত্র ইন্ডাস্ট্রিকে এগিয়ে নেওয়ার লক্ষ্যে এখন বেশির ভাগ সিনেমাই মুক্তি পাচ্ছে প্যান ইন্ডিয়ান ক্যাটাগরিতে। অনেক বলিউড সিনেমায় এক বা একাধিক গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাচ্ছে দক্ষিণী অভিনেতাদের। তেমনি দক্ষিণের পরিচালকেরাও তাঁদের সিনেমার জন্য খুঁজছেন বলিউডের পরিচিত মুখ।

এ তালিকায় এবার যুক্ত হচ্ছেন অভিষেক বচ্চন। তাঁর সঙ্গে দেখা যাবে তামিল সুপারস্টার বিজয় সেতুপতিকে। দুই অঞ্চলের এ দুই তারকাকে এক করতে চলেছেন দক্ষিণী পরিচালক গৌতম বসুদেব মেনন। এ নির্মাতার সঙ্গে বিজয় আগে কাজ করলেও অভিষেক কাজ করবেন প্রথমবারের মতো।

কাজ না করলেও মেননের সঙ্গে দীর্ঘদিনের সম্পর্ক রয়েছে অভিষেকের। সে সূত্র ধরেই অভিষেককে এ সিনেমার প্রস্তাব দিয়েছেন মেনন, এমনটাই জানা গেছে ভারতীয় গণমাধ্যম সূত্রে। নাম চূড়ান্ত না হওয়া সিনেমাটি হবে অ্যাকশন ঘরানার। তবে অভিষেক কিংবা বিজয়—কেউই আনুষ্ঠানিকভাবে চুক্তিবদ্ধ হননি এখনো, তবে দুই তারকাই সম্মতি দিয়েছেন। বর্তমানে চলছে চিত্রনাট্য তৈরির কাজ। তারপরেই নাকি চুক্তিপত্রে মোহর লাগাবেন দুই অভিনেতা। তবে এ সিনেমায় তাঁদের নায়িকা কারা হবেন, তা এখনো জানা যায়নি।

২০২১ সালে ‘দ্য বিগ বুল’ সিনেমা দিয়ে অভিষেক বচ্চন নতুন করে নিজের জাত চিনিয়েছেন। কমেডি হোক বা অ্যাকশন—সব ধরনের চরিত্রে সাবলীল তিনি। এর আগেও অনেক পরিচালক দাবি করেছিলেন, বলিউড নাকি অভিষেকের দক্ষতাকে যথাযথ ব্যবহার করেনি। এবার দেখার পালা দক্ষিণী পরিচালকের নির্দেশনায় অভিষেক নিজেকে কতখানি মেলে ধরতে পারেন। অভিষেক সম্প্রতি অভিনয় করেছেন অজয় দেবগন পরিচালিত ‘ভোলা’ সিনেমায়। এটি ছাড়াও মুক্তির অপেক্ষায় আছে ‘ঘুমর’ নামের আরেকটি সিনেমা।

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ

সড়ক দুর্ঘটনায় ৬ প্রাণহানি

সেকশন