আজকের পত্রিকা ডেস্ক
ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন করোনার বিধিনিষেধ লঙ্ঘন করেছেন, পুলিশ এমন প্রমাণ পেলে বরিসের জন্য ক্ষমতা ধরে রাখা আরও কঠিন হবে বলে সতর্ক করেছেন সাবেক কনজারভেটিভ নেতা ইয়ান ডানকান স্মিথ। এর মধ্য দিয়ে জ্যেষ্ঠ নেতাদের কাছ থেকে আরও সমর্থন হারাচ্ছেন বরিস। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ান।
ডানকান স্মিথ বলেন, ‘আপনি (বরিস জনসন) আইন করলেন, আবার আপনিই সেগুলো ভঙ্গ করলেন। এরপর পুলিশ এর প্রমাণ পেলে কারও পক্ষে টিকে থাকা খুব কঠিন হবে বলে আমি মনে করি।’ এর আগে গত শুক্রবার মেট্রোপলিটন পুলিশের কাছ থেকে ‘প্রশ্নপত্র’ পেয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী।