Ajker Patrika
হোম > ছাপা সংস্করণ

গ্যাসলাইন বিস্ফোরণে দগ্ধ শ্রমিকের মৃত্যু

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

গ্যাসলাইন বিস্ফোরণে দগ্ধ শ্রমিকের মৃত্যু

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে কদমতলী উত্তর পাড়া এলাকায় আদনান টাওয়ারে গ্যাসলাইন বিস্ফোরণে দগ্ধ পোশাকশ্রমিক মামুন (২৭) মারা গেছেন। গতকাল সকাল ৮টার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

বিষয়টি নিশ্চিত করেছেন শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন এস এম আইউব হোসেন। তিনি জানান, সিদ্ধিরগঞ্জে গ্যাসলাইন বিস্ফোরণে দগ্ধ পোশাক শ্রমিক মামুন মারা গেছেন। তাঁর শরীরে ১০০ শতাংশ দগ্ধ ছিল। এ ঘটনায় আরও দুজন চিকিৎসাধীন। তাঁদের মধ্যে পারভেজের শরীরের ১০০ শতাংশ ও জীবনের ৩০ শতাংশ দগ্ধ হয়েছে। সবার অবস্থাই আশঙ্কাজনক।

এর আগে গত বৃহস্পতিবার কদমতলীর উত্তরপাড়া এলাকার একটি সাততলা ভবনের ৪ তলায় এ বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে পারভেজ (২৮), মামুন ও জীবন (২০) দগ্ধ হন।। তাঁরা সবাই আদমজী ইপিজেডের অনন্ত অ্যাপারেলস নামের একটি পোশাক কারখানার শ্রমিক।

স্থানীয় বাসিন্দারা জানান, কদমতলীর উত্তরপাড়া এলাকার একটি সাততলা ভবনের চার তলায় আকস্মিকভাবে গ্যাসলাইন বিস্ফোরণ হয়ে আগুন লাগে। মুহূর্তের মধ্যে আগুন পুরো ফ্ল্যাট বাসায় ছড়িয়ে পড়ে। আগুনের খবর পেয়ে আদমজী ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। ফায়ার সার্ভিসের কর্মীরা আসার আগেই স্থানীয় লোকজন দগ্ধদের উদ্ধার করে ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে যায়।

দগ্ধদের সহকর্মী রিয়াজ জানান, তাঁরা সবাই নাইট ডিউটি করে এসে রেস্ট নিয়ে আবারও আজকে নাইট ডিউটির জন্য তৈরি হচ্ছিলেন। এর মধ্যে হঠাৎ বিস্ফোরণে দগ্ধ হয়।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক আব্দুল্লাহ আল-আরেফিন বলেন, ‘সাততলা ভবনের চার তলায় আগুন লাগে। আমাদের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় তিন শ্রমিক দগ্ধ হন। আমরা ঘটনাস্থলে যাওয়ার আগেই তাঁদের উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।’

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ