আজকের পত্রিকা ডেস্ক
জাতীয় দলের মর্যাদা হারাল তৃণমূল। বাম দল সিপিআই (কমিউনিস্ট পার্টি অব ইন্ডিয়া) এবং মহারাষ্ট্রের নেতা শরদ পাওয়ারের এনসিপির (ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টি) জাতীয় দলের তকমাও প্রত্যাহার করা হয়েছে।
অন্যদিকে, অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টি (এএপি) পেয়েছে জাতীয় দলের মর্যাদা। গতকাল সোমবার নির্বাচন কমিশনের তরফে এ কথা জানানো হয়েছে। খবর সংবাদ সংস্থা পিটিআইয়ের।
২০১৬ সালের সেপ্টেম্বরে পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, অরুণাচল ও মণিপুর প্রদেশে রাজ্য পর্যায়ের দল হিসেবে স্বীকৃতি পাওয়ায় তৃণমূলকে জাতীয় দলের মর্যাদা দিয়েছিল কমিশন। সাত বছরের মাথাতেই সেই মর্যাদা হারাল মমতার দল।
কংগ্রেসের সঙ্গে জোটে রাজি তৃণমূল
ভারতের ক্ষমতাসীন দল বিজেপিকে হারাতে কংগ্রেসের সঙ্গে জোটে রাজি তৃণমূল। তবে এ ক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন দলটির শর্ত, ভোটের আগে প্রধানমন্ত্রী পদপ্রার্থী হিসেবে কাউকে তুলে ধরা যাবে না। সেই সঙ্গে আঞ্চলিক দলগুলোকে যোগ্য সম্মান দিতে হবে। গতকাল সোমবার দিল্লিতে তৃণমূলের সংসদ সদস্য সুদীপ বন্দ্যোপাধ্যায় বলেন, তৃণমূলকে উপেক্ষা করে বিরোধী জোট অসম্ভব।