নিজস্ব প্রতিবেদক, ঢাকা
দুয়ারে দাঁড়িয়ে ঋতুরাজ। কেবল তুমি কবে বরণ করবে তারই অপেক্ষায় আছে সে। কিছু কি ভাবলে, তাকে বরণে কী করবে? এই ধরো, তোমার পড়ার টেবিলের সামনের দেয়ালটা বা দরজার সামনে একটু ফুলটুল দিয়ে সাজালে কেমন হয়? হ্যাঁ, সত্যিকারের ফুল দিয়ে সাজাতে পারো। কিংবা হাতেও কিছু ডেকোরেটিভ আইটেম বানিয়ে ফেলতে পারো। হাতে সময় আছে তো?
যা লাগবে
যেভাবে বানাবে
প্রথমে পুরোনো একটা সিডি নাও। তার ওপর মাল্টা বা কমলার বিচিগুলো ফুলের আকৃতি করে আঠা দিয়ে বসাও, ছবির মতো করে। বিচিগুলো ছবি দেখে বুঝে বুঝে বসালেই হবে। তারপর ফুলের মাঝে রেণু বসাও সাদা পুঁতি দিয়ে। এবার আঠা শুকাতে দাও। শুকিয়ে এলে প্রথমে সাদা রং দিয়ে বেজ করে নাও।
তারপর বিভিন্ন রং দিয়ে ফুলের রং করতে পারো। তুমি নিজেও করতে পারো অথবা চাইলে বাবার সাহায্যও নিতে পারো। সবশেষে সিডির ওপর বার্নিশ করে নাও। তাতে রং দীর্ঘস্থায়ী হবে।
ক্র্যাফট ও ছবি: ফারহীমা ফারুক তূর্ণা