দিনাজপুরের হাকিমপুর উপজেলার বোয়ালদাড় ইঊনিয়ন পরিষদ নির্বাচনে নিজের ভোটের সঙ্গে বাড়তি ব্যালট ভোটবাক্সে রাখার দায়ে রিয়াদ আহমেদ (২০) নামে একজনকে আটক করে পুলিশ। এ ঘটনায় তাঁকে পাঁচ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
গতকাল বৃহস্পতিবার বেলা ১টার দিকে চেংগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে এই ঘটনা ঘটে।
ভোটকেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা মাহমুদুনববী জানান, ওই যুবক এবারই প্রথম ভোটার। দুপুরে ভোট দিতে কেন্দ্রে আসেন। এ সময় তিনি তাঁর নিজের ব্যালটের সঙ্গে অতিরিক্ত কিছু ব্যালটবাক্সে রাখার দায়ে পুলিশ তাঁকে আটক করে। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাঁকে জরিমানা করেন।