নিবন্ধিত কাগজপত্র না থাকা, অভিজ্ঞ নার্স ও টেকনিশিয়ান ছাড়া কার্যক্রম চালানোসহ বিভিন্ন অভিযোগের ভিত্তিতে লক্ষ্মীপুরের রামগঞ্জ শহরের চারটি বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার বন্ধ করে দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় এসব হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারকে মোট ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।
গতকাল মঙ্গলবার এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মনিরা খাতুন।
জানা গেছে, সরকারি নির্দেশনা না মেনে হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারের সেবা কার্যক্রম অব্যাহত রাখার কারণে নিউ মা মনি ডায়াগনস্টিক সেন্টার, রামগঞ্জ ইসলামিয়া হসপিটাল, রামগঞ্জ আধুনিক কিডনি ডায়ালাইসিস সেন্টার ও কেয়ার হসপিটালের সব ধরনের কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়।
এ সময় নিউ মা মনি ডায়াগনস্টিক সেন্টারকে ৪ হাজার টাকা, রামগঞ্জ ইসলামিয়া হসপিটালকে ২ হাজার টাকা, রামগঞ্জ আধুনিক কিডনি ডায়ালাইসিস সেন্টারকে ৩০ হাজার ও কেয়ার হসপিটালকে ৪ হাজার টাকা জরিমানা করা হয়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা মো. সাইফুল আমিন ও চিকিৎসা কর্মকর্তা এস এম আমির ফয়সাল অভিযানের সময় উপস্থিত ছিলেন।