Ajker Patrika
হোম > ছাপা সংস্করণ

পাটাতন খুলে বড় যান চলাচল বন্ধ

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি

পাটাতন খুলে বড় যান চলাচল বন্ধ

বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহারে রক্তদহ বিলের ওপর নির্মিত বেইলি সেতুর পাটাতন খুলে গেছে। এ কারণে চার দিন ধরে সেখান দিয়ে বড় যান চলাচল বন্ধ আছে। তবে ঝুঁকি নিয়েই চলছে ছোট যান। উদ্বোধনের পর ১৬ বছর পার হলেও ঝুঁকিপূর্ণ এই সেতুতে তেমন কোনো সংস্কারকাজ করা হয়নি। এখানে স্থায়ীভাবে সিসি ঢালাই সেতু নির্মাণের দাবি করেছেন এলাকাবাসী।

গতকাল সোমবার সকালে দেখা যায়, স্থানীয়রা ঝুঁকিপূর্ণ সেতুর ওপর গাছের ডাল রেখে চালকদের বিপৎসংকেত বোঝানোর চেষ্টা করছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার সান্তাহার ইউনিয়নের ঐতিহাসিক রক্তদহ বিলের মূল খালের ওপর ২০০৬ সালে সওজ বিভাগের তত্ত্বাবধানে ৬০ দশমিক ৯৬ মিটার দৈর্ঘ্যের স্টিল সেতু নির্মাণ করা হয়। এতে বিলপাড়ের ১২ গ্রামের মানুষের প্রায় ১০ কিলোমিটার পথের দূরত্ব কমে যায়। কৃষিপণ্য ও শস্য পরিবহন করা এবং স্কুল-কলেজ পড়ুয়া শিক্ষার্থীদের যাতায়াত সহজ হয়। ফলে বিলপাড়ের কদমা, করজবাড়ী, কাশিমিলা, রামপুরা ও ময়ূর কাশিমালা, পারইলসহ ১২ গ্রামের মানুষের জীবনযাত্রার চিত্র বদলে যায়।

কিন্তু উদ্বোধনের পর ১৬ বছর অতিবাহিত হলেও ঝুঁকিপূর্ণ এই সেতুতে উল্লেখযোগ্য কোনো সংস্কারকাজ করেনি কর্তৃপক্ষ। আর এ কারণেই গত বৃহস্পতিবার বেইলি সেতুর পাটাতন খুলে যাওয়ায় বড় যান চলাচল বন্ধ রয়েছে। তবে জীবিকার তাগিদে ছোট যানবাহন যেমন—সিএনজি ও চার্জারচালিত অটোরিকশা, রিকশা, ভ্যান অত্যন্ত ঝুঁকি নিয়ে চলাচল করছে।

সান্তাহার ইউনিয়নের দমদমা গ্রামের অটোরিকশাচালক জনি হোসেন বলেন, গাড়ি নিয়ে সেতুতে ওঠার পর পুরো সেতুর পাটাতন নড়ে ওঠে। যাত্রী নিয়ে ভয়ে ভয়ে সেতু পার হতে হয়।

আদমদীঘি সদর ইউনিয়ন পরিষদের সদস্য শহীদুল ইসলাম বলেন, সান্তাহার জংশন স্টেশন থাকায় শহরটি অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা। সেতুটি নির্মাণের আগে শহরে পৌঁছাতে আদমদীঘি হয়ে প্রায় ১২ কিলোমিটার পথ অতিক্রম করতে হতো।

বগুড়া সড়ক ও জনপদ বিভাগের (সওজ) উপবিভাগীয় প্রকৌশলী আমানুল্লাহ আমান বলেন, ‘বেইলি সেতুর পরিস্থিতি দেখে আমরা মন্ত্রণালয়ে একটি প্রস্তাব পাঠিয়েছিলাম। সে অনুযায়ী অনুমোদন হয়েছে। এখন দরপত্র আহ্বান করে ঠিকাদারের মাধ্যমে বেইলি ব্রিজের স্থলে শিগগিরই ঢালাই সেতু নির্মাণ করা হবে।’

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ