দিনাজপুর পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা ও পরবর্তী করণীয় বিষয়ে এক সভা অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার পৌরসভার ফাতেহুল আলম দুলাল মিলনায়তনে পৌর মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন সোলার ই. টেকনোলজি অস্ট্রেলিয়া, বাংলাদেশ অফিসের পরিচালক নাইমুল ইসলাম।
আরও বক্তব্য দেন প্রফেসর মাহবুব হাসান ও নাজমুল আলম। স্বাগত বক্তব্য দেন দিনাজপুর পৌরসভার প্যানেল মেয়র ও ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আবু তৈয়ব আলী দুলাল।
পৌরসভার উপ-সহকারী প্রকৌশলী মো. হাবিবুর রহমানের সঞ্চালনায় আরও বক্তব্য দেন ওয়ার্ডের কাউন্সিলর মো. জুলফিকার আলী স্বপন, একেএম মাসুদুল ইসলাম মাসুদ, মো. সানোয়ার হোসেন সরকার প্রমুখ।