ইসলাম ডেস্ক
পবিত্র মক্কা নগরীর সর্বশেষ সৌন্দর্যবর্ধনের অংশ হিসেবে পবিত্র মসজিদুল হারামের দিকে যাওয়ার পথে বিশ্বের দীর্ঘতম ক্যালিগ্রাফিক ম্যুরাল স্থাপন করা হয়েছে। সৌদি আরবের ক্যালিগ্রাফি শিল্পী আমাল ফেলেমবানের নকশায় তৈরি ম্যুরালটি ৭৫ মিটার লম্বা। এই প্রকল্প হজ ও ওমরাহযাত্রীদের কাছে সৌদি আরবের ইতিহাস-ঐতিহ্য তুলে ধরতে সাহায্য করবে বলে আশা করছে মক্কা নগর কর্তৃপক্ষ।
আরব নিউজ জানায়, মক্কার নগর কর্তৃপক্ষ ম্যুরাল আঁকা এবং কোরআনের ভাষাঘনিষ্ঠ হিসেবে পরিচিত চারুশিল্প আরবি ক্যালিগ্রাফি আঁকার প্রতিযোগিতার আয়োজন করে। মক্কার উম্মুল কুরা বিশ্ববিদ্যালয়ের ভিজ্যুয়াল আর্ট বিভাগের একটি দল এতে অংশ নেয় এবং আমাল ফেলেমবানের নেতৃত্বে চমৎকার এই ক্যালিগ্রাফিক ম্যুরালের নকশাটি তৈরি করে।
শিল্পী আমাল ফেলেমবানের মতে, ম্যুরাল পেইন্টিংয়ের এই প্রাচীন শিল্প টিকিয়ে রাখা জরুরি। কারণ এটি আরবের নান্দনিক ঐতিহ্য চিত্রায়ণের পাশাপাশি দেশটিকে প্রাচীন ও আধুনিক বিশ্বের শিল্পধারার সঙ্গেও যুক্ত করবে।
আমল ফেলেমবান বলেন, ‘এই ম্যুরাল সড়কের দুই পাশের ধূসর ভবনগুলো ঢেকে সড়কগুলোকে আলোকিত ও আধুনিক করে তুলবে। পাশাপাশি শহরের প্রকৃত
চেতনার সঙ্গেও পর্যটকদের পরিচিত করে তুলবে।’
ম্যুরালের থিমের পক্ষে যুক্তি তুলে ধরে ফেলেমবান বলেন, ‘এ ম্যুরালটি মুসলমানদের তীর্থভূমি মক্কার আসল ঐতিহ্যের প্রতিনিধিত্ব করছে এবং এটি পবিত্রতম মসজিদের অন্যান্য ম্যুরাল থেকে সম্পূর্ণ ভিন্ন আঙ্গিকে তৈরি। হজ ও ওমরাহযাত্রীদের অনেকেই সৌদি আরবের সংস্কৃতি-সভ্যতা সম্পর্কে তেমন ধারণা রাখেন না, তাঁদের এই ম্যুরাল সাহায্য করবে।
সৌদি আরবের বিখ্যাত চারুশিল্পী বদর আল-সোলায়মানি আশা করছেন, এ ম্যুরাল সারা বিশ্ব থেকে আসা তীর্থযাত্রীদের আনন্দিত করবে। এ কারণেই তাঁরা দেশের ও দেশের বাইরের শিল্পীদের নিয়ে বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করছেন, যা পর্যটকদের জন্য ইতিহাস-ঐতিহ্যের মিশেলে চমৎকার এক পরিবেশ তৈরি করবে।
সূত্র: আরব নিউজ