হোম > ছাপা সংস্করণ

হাসপাতাল থেকে পালালেন ভারত ফেরত করোনা রোগী

চুয়াডাঙ্গা প্রতিনিধি

ভারতফেরত করোনাভাইরাসে আক্রান্ত এক ব্যক্তি চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আইসোলেশন থেকে পালিয়েছেন বলে জানা গেছে। তবে হাসপাতাল কর্তৃপক্ষ বলেছে, যাওয়ার আগে ওই ব্যক্তির নমুনা র‍্যাপিড অ্যান্টিজেন টেস্ট করা হয়, সেই রিপোর্ট নেগেটিভ আসে।

হাসপাতাল সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার সকালে চাঁপাইনবাবগঞ্জ জেলার ভোলাহাট উপজেলার নন্দনি গ্রামের মৃত সিজার আলীর ছেলে আবুল কালাম আজাদ (৪৫) হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে বসে খাবার খেলেও দুপুরের খাবার দেওয়ার সময় তাঁকে আর পাওয়া যায়নি।

সূত্রে জানা যায়, আবুল কালাম ৯ জানুয়ারি দর্শনা চেকপোস্ট দিয়ে ভারত থেকে বাংলাদেশে আসেন। দর্শনা চেকপোস্টের হেলথ স্কিনিং সেন্টারে তাঁর নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়। আবুল কালাম আজাদ বাংলাদেশি পাসপোর্টধারী যাত্রী হওয়ায় তাকে দেশে প্রবেশ করতে দেওয়া হলেও সরাসরি চুয়াডাঙ্গা সদর হাসপাতালের ডেডিকেটেড করোনা ওয়ার্ডে আইসোলেশনে রাখা হয়। সেখান থেকেই মঙ্গলবার দুপুরে তিনি পালিয়েছেন। তবে ওই ব্যক্তির নমুনার র‍্যাপিড অ্যান্টিজেন টেস্ট করা হলে, সেই রিপোর্ট নেগেটিভ আসে। হাসপাতাল থেকে পালানো ওই ব্যক্তি হয়তো দুই একদিনের মধ্যেই ছুটি পেতেন। কিন্তু তিনি তাঁর আগেই হাসপাতাল থেকে পালিয়েছেন।

সদর হাসপাতালের ভারপ্রাপ্ত আবাসিক মেডিকেল অফিসার ওয়াহিদ মাহমুদ রবিন বলেন, ‘মঙ্গলবার দুপুরে জানতে পারি, হাসপাতালের আইসোলেশন থেকে ভারত ফেরত করোনা আক্রান্ত এক রোগী পালিয়ে গেছেন। এরপর থেকেই ওই রোগীকে খোঁজার চেষ্টা করা হয়। কিন্তু রাত ৯টার পরে জানতে পারি সকালে তিনি হাসপাতালের করোনা পরীক্ষা কেন্দ্রে নমুনা পরীক্ষার জন্য দেন। তাঁর নমুনার ফলাফল নেগেটিভ আসায় কাউকে কিছু না বলেই তিনি হাসপাতাল থেকে চলে যান। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।’

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ

সড়ক দুর্ঘটনায় ৬ প্রাণহানি

সেকশন