Ajker Patrika
হোম > ছাপা সংস্করণ

বন্যার্তদের সহায়তায় দুর্গত এলাকায় শোবিজ তারকারা

বিনোদন প্রতিবেদক, ঢাকা

বন্যার্তদের সহায়তায় দুর্গত এলাকায় শোবিজ তারকারা

ভারী বর্ষণ ও ভারতের উজান থেকে নেমে আসা ঢলে দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলের জেলাগুলো প্লাবিত হয়েছে। ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, কুমিল্লা, হবিগঞ্জ, মৌলভীবাজার, রাঙামাটি, খাগড়াছড়িসহ বেশ কয়েকটি অঞ্চল বন্যায় বিপর্যস্ত। বন্যার্তদের সাহায্যে এগিয়ে এসেছেন শোবিজ তারকারা। অনেকেই ত্রাণ নিয়ে হাজির হয়েছেন দুর্গত এলাকায়।  

ঢাকা বিশ্ববিদ্যালয়ে কনসার্ট
বন্যার্তদের জন্য ত্রাণ ও অর্থ সংগ্রহের লক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে গতকাল আয়োজন করা হয় ‘জরুরি সংযোগ’ শিরোনামের কনসার্ট। এতে শিরোনামহীন, সোনার বাংলা সার্কাস, এফ মাইনর, অর্ঘদেব, কৃষ্ণকলি, সায়ানসহ ৩০টির মতো ব্যান্ড ও শিল্পী গান পরিবেশন করেন। বিকেল থেকে রাত পর্যন্ত চলে এই আয়োজন। বিনা পারিশ্রমিকে শিল্পীরা এই কনসার্টে পারফর্ম করেন। 

দুর্গত এলাকায় আছেন তাঁরা
বন্যাদুর্গতদের সহায়তা দিতে ছুটে গেছেন অনেক অভিনয়শিল্পী, সংগীতশিল্পী ও নির্মাতা। ফেনীতে বন্যার্তদের পাশে আছেন আরশ খান ও তাসনুভা তিশা। গতকাল ফেসবুক লাইভে তাঁরা জানান, ফেনীতে শুকনা খাবারের সংকট দেখা দিয়েছে। ঢাকা থেকে যাঁরা যাচ্ছেন তাঁদেরকে বেশি করে শুকনা খাবার, বিশুদ্ধ পানি ও পানিবাহিত রোগের ওষুধ নেওয়ার পরামর্শ দেন তাঁরা।

নোয়াখালীতে চমকপ্রয়োজনীয় সাহায্য নিয়ে নোয়াখালীতে আছেন রুকাইয়া জাহান চমক। তিনিও স্বেচ্ছাসেবীদের পরামর্শ দিয়েছেন নৌকার আয়তন অনুযায়ী মানুষ আসা, নৌকায় যথেষ্ট পরিমাণ তেল সরবরাহ রাখা, বিশুদ্ধ পানি, শুকনা খাবার ও প্রয়োজনীয় ওষুধ নিয়ে যাওয়ার। 
ত্রাণ নিয়ে চৌমুহনী গেছেন অভিনেত্রী অহনা রহমান।

ফেনী থেকে সংগীতশিল্পী তাসরিফ খান জানান, বিশুদ্ধ পানির অভাবে ফেনী সদরের ৩ নম্বর ওয়ার্ডের মানুষেরা বন্যার পানি পান করছেন। দ্রুত সেখানে বিশুদ্ধ পানি ও ত্রাণ পাঠানো প্রয়োজন।

ফেনীতে আরশ খান ও তাসনুভা তিশাফটিকছড়িতে আছেন অ্যাশেজ ব্যান্ডের ভোকাল জুনায়েদ ইভান। ফেসবুকে নিয়মিত সেখানকার আপডেট দিচ্ছেন তিনি। 
এ ছাড়া, বন্যাদুর্গতদের পাশে গিয়ে দাঁড়িয়েছেন নির্মাতা খিজির হায়াত খান, আরাফাত হোসাইন, অভিনেতা রাশেদ পলাশ সীমান্তসহ অনেকে। 

দুই মাসের আয় দিলেন সিয়াম
বন্যাদুর্গতদের জন্য দুই মাসের আয় দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন চিত্রনায়ক সিয়াম আহমেদ। ফেসবুকে শেয়ার করা এক ভিডিওতে এই কথা জানান তিনি। মিডিয়ায় কাজ করা অন্য শিল্পীদেরও নিজ নিজ সামর্থ্য অনুযায়ী এগিয়ে আসার আহ্বান জানান তিনি। সিয়ামের স্ত্রী অবন্তীও নিজের এক মাসের আয় দেওয়ার সিদ্ধান্ত জানিয়েছেন। বন্যার্তদের জন্য নিজের পোশাক দেওয়ার কথা জানিয়েছেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন ও জাকিয়া বারী মম।

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ