এক দিনের জন্য দীঘলিয়া উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান হয়েছেন ডুমুরিয়ার দলিত সম্প্রদায়ের লিমা দাস। বেসরকারি উন্নয়ন সংস্থা দলিতের আবেদনের পরিপ্রেক্ষিতে গত সোমবার লিমা দাসকে এ সম্মান দেওয়া হয়।
দায়িত্ব পাওয়া পর উপজেলা পরিষদের চেয়ারম্যান শেখ মারুফুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ শিরিন ময়না, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা বিপাসা দেবী তনু, উপজেলা তথ্যসেবা কর্মকর্তা সাঈদা খাতুন প্রমুখ লিমা দাসকে ফুলের তোড়া দিয়ে স্বাগত জানান।
এ সময় দলিতের খুলনা অঞ্চলের প্রকল্প কর্মকর্তা যোয়াকিম মন্ডল, মনিটরিং অফিসার ইসরত নূয়েবী হোসেন, অর্গানাইজার সাগরিকা দাস প্রমুখ উপস্থিত ছিলেন।