Ajker Patrika
হোম > ছাপা সংস্করণ

চবির সাবেক তিন শিক্ষার্থী পুরস্কৃত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

চবির সাবেক তিন শিক্ষার্থী পুরস্কৃত

২০২১ সালের বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার পেয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) সাবেক তিন শিক্ষার্থী। কবিতা ও কথা সাহিত্য ক্যাটাগরিতে পুরস্কার পাওয়া এ তিন সাহিত্যিক বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে পড়াশোনা করেছেন।

গত রোববার বাংলা একাডেমির সচিব এ এইচ এম লোকমানের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে পুরস্কারপ্রাপ্ত ১৫ জন কবি ও লেখকের নাম ঘোষণা করা হয়। বাংলা একাডেমি আয়োজিত অমর একুশে বইমেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তাঁদের হাতে পুরস্কার তুলে দেবেন।

বাংলা একাডেমির সাহিত্য পুরস্কারপ্রাপ্ত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক তিন শিক্ষার্থী হলেন, কবিতায় আসাদ মান্নান ও বিমল গুহ এবং কথা সাহিত্যে বিশ্বজিৎ চৌধুরী।

বিশ্বজিৎ চৌধুরীর জন্ম ও বেড়ে ওঠা চট্টগ্রামে মহানগরীতে। নগরীর আলকরণে তাঁর বাড়ি। কবি আসাদ মান্নানের বাড়ি সন্দ্বীপের সারিকাইত ইউনিয়নে ও বিমল গুহের বাড়ি সাতকানিয়ার বাজালিয়া গ্রামে।

বিশ্বজিৎ চৌধুরীর বইগুলোর মধ্যে আছে কাব্যগ্রন্থ ‘তোমার প্রাণের জল’, ‘শ্যাওলা শরীরে’, ‘ও বন্যাপ্রবণ’। গল্পগ্রন্থ ‘বিবাহবার্ষিকী ও অন্যান্য গল্প’, ‘সম্ভ্রমহানির আগে ও পরে’, ‘স্বল্পদৈর্ঘ্য প্রেমের গল্প’। উপন্যাস ‘নার্গিস’, ‘দূর–সম্পর্ক’, ‘ফুটো’, ‘কবি ও রহস্যময়ী’। কিশোর গল্পগ্রন্থ ‘লিন্ডা জনসনের রাজহাঁস’, ‘পাখির জন্য খোলা আকাশ’ প্রভৃতি।

আসাদ মান্নানের কাব্যগ্রন্থের মধ্যে আছে ‘জলের সানাই’, ‘এলিজি মুজিব নামে’, ‘হে অন্ধ জলের রাজা’, ‘পাথর সে কী করে কাঁদে’ প্রভৃতি।

এ ছাড়া কবি বিমল গুহের কাব্যগ্রন্থের মধ্যে আছে ‘অহংকার, তোমার শব্দ’, ‘বিবরের গান’, স্বপ্নে জ্বলে শর্তহীন ভোর’, ‘প্রত্যেকেই পৃথক বিপ্লবী’ প্রভৃতি।

পুরস্কার পাওয়ার অনুভূতি জানতে চাইলে বিশ্বজিৎ চৌধুরী বলেন, ‘পুরস্কার পাওয়াটা এক ধরনের স্বীকৃতি। তবে পাঠকের ভালোবাসা হচ্ছে সবচেয়ে বড় স্বীকৃতি। স্বীকৃতি সব সময় আনন্দের। আমি চাই পাঠকের ভালোবাসাটা নিয়ে আরও ভালো লিখে যেতে।’

একসঙ্গে তিনজন বাংলা একাডেমি পুরস্কার পাওয়া চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জন্য গৌরবের বলে মন্তব্য করেন কলা ও মানববিদ্যা অনুষদের ডিন এবং বাংলা বিভাগের অধ্যাপক ড. মহীবুল আজিজ।

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ