শুরু হলো দেশের প্রথম সমুদ্রগামী জাহাজ এমভি কর্ণফুলী এক্সপ্রেসের সরাসরি কক্সবাজার-সেন্ট মার্টিনের রুটে যাতায়াত। কক্সবাজার শহরের বিমানবন্দর সড়কের বিআইডব্লিউটিএ ঘাট থেকে গত শুক্রবার সকাল সাড়ে ৭টায় যাত্রা শুরু করে দুপুর ১টায় সেন্ট মার্টিনে পৌঁছায় জাহাজটি। সেখানে আড়াই ঘণ্টা যাত্রাবিরতির পর বেলা সাড়ে ৩টায় কক্সবাজারের উদ্দেশে রওনা দেয় বিলাসবহুল এ জাহাজ। গত বছরের ৩০ জানুয়ারি এক জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে যাত্রা শুরু হয় কাঙ্ক্ষিত এই নৌরুটের।
অন্যদিকে, ২৫ নভেম্বর সন্ধ্যায় চট্টগ্রামের পতেঙ্গা ওয়াটার বাস টার্মিনাল থেকে সেন্ট মার্টিনের উদ্দেশে ছেড়ে যাবে এ কোম্পানির আরেক বিলাসবহুল ক্রুজ শিপ ‘এমভি বেওয়ান’। এটিও চলতি পর্যটন মৌসুমে চট্টগ্রাম-সেন্ট মার্টিন রুটে নিয়মিত চলাচল করবে।
কর্ণফুলী শিপ বিল্ডার্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার এম এ রশিদ জানান, এমভি কর্ণফুলী এক্সপ্রেসকে নিজস্ব ডকইয়ার্ডে একটি অত্যাধুনিক বিলাসবহুল জাহাজ হিসেবে প্রস্তুত করা হয়েছে। প্রায় ৫৫ মিটার দৈর্ঘ্য ও ১১ মিটার প্রস্থ এই নৌযানে মেইন প্রপালেশন ইঞ্জিন দুটি।
ভ্রমণের ব্যয়সহ বিস্তারিত জানতে: ০১৮৭০-৭৩২ ৫৯৯,০১৮৭০-৭৩২ ৫৯৪।