চন্দ্রবিন্দু ছাড়া যেমন বাংলা ব্যঞ্জনবর্ণ অসম্পূর্ণ, তেমনি ‘চন্দ্রবিন্দু’ ব্যান্ড ছাড়া অসম্পূর্ণ রয়ে যায় বাংলা ব্যান্ডের ইতিহাস। চন্দ্রবিন্দুর প্রতিটি গানের সুর যেমন মনকাড়া, তেমনি কথার বৈচিত্র্য। অতি সিরিয়াস বিষয়কেও হাসির মোড়কে উপস্থাপনে জুড়ি নেই এ ব্যান্ডের। ১৯৮৯ সালে চন্দ্রবিন্দুর যাত্রা শুরু, এ বছর পূর্ণ করল ৩৫ বছর। এ উপলক্ষে নতুন অ্যালবাম প্রকাশের ঘোষণা দিয়েছে ব্যান্ডটি।
২০১২ সালে মুক্তি পেয়েছিল চন্দ্রবিন্দুর শেষ অ্যালবাম ‘নয়’। এরপর কেটেছে ১২ বছর। অবশেষে উপল-অনিন্দ্য-চন্দ্রিলরা ফিরছেন নিজেদের দশম অ্যালবাম নিয়ে। প্রকাশ পাবে আগামী সেপ্টেম্বরে। নাম ঠিক না হওয়া অ্যালবামটিকে তাঁরা বলছেন ‘অন্তিম অ্যালবাম’। এটাই কি চন্দ্রবিন্দুর শেষ অ্যালবাম হতে যাচ্ছে? বিষয়টি খোলাসা করেননি ব্যান্ডটির সদস্যরা।
অনিন্দ্য-উপল-চন্দ্রিল ছাড়াও নতুন অ্যালবামের রেকর্ডিংয়ে থাকবেন ব্যান্ডের গিটারিস্ট সুরজিৎ মুখোপাধ্যায়, বেজ গিটারিস্ট অরূপ পোদ্দার, ড্রামার রাজশেখর কুণ্ডু, কি-বোর্ড প্লেয়ার শিবব্রত বিশ্বাস এবং পারকাশনিস্ট সৌরভ চট্টোপাধ্যায়। নতুন অ্যালবামে গান থাকবে ১০টি। কোন কোন গান স্থান পাচ্ছে এতে, তা এখনই প্রকাশ করতে চাইছেন না তাঁরা। তবে শোনা যাচ্ছে, চন্দ্রিলের গাওয়া ‘প্রধানমন্ত্রী প্লিজ, আমাকে একটা মেয়ে দেখে দিন’ গানটি থাকবে এ অ্যালবামে।
চন্দ্রবিন্দু ব্যান্ডের অন্যতম গায়ক উপল সেনগুপ্ত বলেন, ‘আমাদের সর্বশেষ অ্যালবাম রিলিজের পর অনেকটা সময় পার করে ফেলেছি। ‘‘নয়’’ প্রকাশ পেয়েছিল ২০১২ সালের নভেম্বরে, এরপর আমরা আরও অনেক নতুন গান বানিয়েছি। স্টেজেও গেয়েছি। অনেকবার পরিকল্পনা করেছি অ্যালবামের, কিন্তু শেষ পর্যন্ত হয়ে ওঠেনি। সম্প্রতি আমি, অনিন্দ্য আর চন্দ্রিল ভাবলাম এবার একটা অ্যালবাম রেকর্ড করা যাক।’