টঙ্গিবাড়ী উপজেলার গনাইশার গ্রামে যৌতুকের টাকা দিতে না পারায় লুপা আক্তার (২৫) নামের এক গৃহবধূকে নির্যাতনের অভিযোগ উঠেছে স্বামী-দেবর ও ননদের বিরুদ্ধে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ করেছেন লুপা।
অভিযোগ সূত্র জানা যায়, বিবাহের পর স্বামী আনিছ মালয়েশিয়া চলে যান। সেখানে থেকে বিভিন্ন সময় যৌতুকের জন্য মানসিক চাপ দেন। পরে দেশে ফিরে লুপাকে বাবার বাড়ি থেকে দুই লাখ টাকা আনতে বলে। টাকা আনতে পারবে না বলায় গত ২৮ নভেম্বর আনিছ এবং তাঁর ভাই রাসেল ও বোন রিতা লুপাকে মারধর করে মাথা ফাটিয়ে দেয়। পরে ওই নারীর চিৎকারে আশপাশের লোকজন উদ্ধার করে হাসপাতালে নেন।
টঙ্গিবাড়ী থানার ওসি মোল্লা সোয়েব আলী বলেন, অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নিব।