Ajker Patrika
হোম > ছাপা সংস্করণ

ছাত্রীর বাবাকে চাকু দিয়ে আঘাত, আসামি গ্রেপ্তার

পাইকগাছা প্রতিনিধি

ছাত্রীর বাবাকে চাকু দিয়ে আঘাত, আসামি গ্রেপ্তার

খুলনার পাইকগাছায় স্কুলছাত্রীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় ছাত্রীর বাবাকে ছুরিকাঘাত মামলার আসামি সাহেব আলীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত মঙ্গলবার রাতে ভিলেজ পাইকগাছা থেকে আসামি তাঁকে গ্রেপ্তার করা হয়।

পরে সাহেব আলীর দেওয়া তথ্য অনুযায়ী গতকাল বুধবার সকালে খাল থেকে ছাত্রীর বাবা টুকুকে আঘাত করা চাকুটি উদ্ধার করা হয়। তিনি প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশের কাছে টুকুকে ছুরিকাঘাতের দায় স্বীকার করেছেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা উপপুলিশ পরিদর্শক মো. আসাদুজামান জানান, উপজেলার লস্কর ইউনিয়নের লস্কর গ্রামের শের আলী সরদারের ছেলে ব্যবসায়ী এস এম টুকুর (৩৭) বাড়ির সামনে গিয়ে ভিলেজ পাইকগাছা গ্রামের সাহেব আলী গাজীসহ (২৪) কয়েকজন তাঁর মেয়েকে উত্ত্যক্ত করেন। এ সময় টুকু তাদের বাধা দিলে পকেট থেকে চাকু বের করে তাঁর আঘাত করার চেষ্টা করেন সাহেব আলী। তখন টুকু হাত দিয়ে ঠেকাতে গেলে চাকুটি তাঁর হাতে লেগে কেটে যায়।

এ ঘটনায় টুকু বাদী হয়ে ওইদিন সাহেব আলী গাজীসহ কয়েকজনের নামে থানায় মামলা করেন। গত মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে ভিলেজ পাইকগাছা থেকে সাহেব আলীকে গ্রেপ্তার করে পুলিশ।

আসাদুজামান আরও জানান, আসামি সাহেব আলী গাজী প্রাথমাক জিজ্ঞাসাবাদে পুলিশের কাছে ঘটনার দায় স্বীকার করেছেন। তিনি জানান যে, টুকুকে ছুরিকাঘাত করার পর চাকুটি পার্শ্ববর্তি খালে ফেলে দেয়া হয়। পরে তাঁর দেওয়া তথ্যমতে গতকাল বুধবার সকালে খাল থেকে চাকুটি উদ্ধার করা হয়।

এ বিষয়ে পাইকগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘ছাত্রীর বাবাকে ছুরিকাঘাত মামলার প্রধান আসামি সাহেব আলীকে গ্রেপ্তার করা হয়েছে। আসামিকে গতকাল বুধবার দুপুরে উপজেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।’

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ