কুড়িগ্রামের উলিপুরে হৃদ্রোগে আক্রান্ত হয়ে আব্দুল আজিজ (৫৭) নামে এক ইউপি সদস্য প্রার্থীর মৃত্যু হয়েছে। তিনি খোয়াজখামার গ্রামের মৃত আব্দুর রহমানের পুত্র। গত সোমবার বিকেলে তিনি মারা যান। আজিজার চতুর্থ ধাপে আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে মেম্বার প্রার্থী হিসাবে মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার ধামশ্রেণি ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য আব্দুল আজিজ বিকেলে ধামশ্রেণি বাজার থেকে বাড়ি ফেরার পথে অসুস্থ হয়ে পড়েন। স্বজনেরা তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সুভাষ চন্দ্র সরকার বলেন, হাসপাতালে আনার আগেই ওই ব্যক্তির মৃত্যু হয়েছে।
উপজেলা নির্বাচন কর্মকর্তা আহসান হাবীব জানান, ধামশ্রেণি ইউনিয়নের ৩ সম্বর ওয়ার্ডে সদস্য পদে আব্দুল আজিজ নামে এক ব্যক্তি গত ১৫ নভেম্বর মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন। কিন্তু তিনি মনোনয়নপত্র জমা দেননি। মনোনয়নপত্র জমা না দেওয়া পর্যন্ত কোনো ব্যক্তি প্রার্থী হিসেবে বিবেচিত হয় না।