Ajker Patrika
হোম > ছাপা সংস্করণ

মাগুরায় কমে গেছে পাটের দাম

ফয়সাল পারভেজ, মাগুরা

মাগুরায় কমে গেছে পাটের দাম

মাগুরায় পাটের দাম কমে গেছে। ব্যবসায়ীরা বিপাকে পড়েছেন সোনালি আঁশ খ্যাত পাট নিয়ে। এক সপ্তাহ হলো পাট বিক্রি করতে পারছেন না তাঁরা।

মাগুরা পাটের বড় আড়তদার এবং পাইকারি হাট নতুন বাজার এলাকা। সেখানের ব্যবসায়ীরা জানান, পাটের দাম এখন কমের দিকে। যেখানে পাট কৃষক ও ছোট ব্যবসায়ী থেকে তাঁরা কিনেছেন ৩৪০০ টাকা মন। গত এক সপ্তাহ ধরে দাম কমে গেছে মণ প্রতি ৪০০ থেকে ৫০০ টাকা।

জেলা পাট সমিতির সহসভাপতি উদয় শংকর সাহা বলেন, পাট যারা জেলা থেকে কেনেন তাঁর প্রায় বেশির ভাগ রপ্তানি হয়। ইউক্রেন, পোল্যান্ড এবং রাশিয়াতে পাটের চাহিদা অনেক। আমাদের মাগুরা থেকে প্রতি মৌসুমে ব্যাপক হারে পাট ক্রয় করেন বড় ব্যবসায়ীরা। তাঁরা গত এক সপ্তাহ ধরে পাট কিনতে চাইছেন না।

এই ব্যবসায়ী জানান, বড় ব্যবসায়ীরা যারা মাগুরা থেকে ট্রাক ভরে পাট কিনতেন তারা এখন আর কিনছেন না। যদিও বা কেউ কিনতে চাইছে কিন্তু দাম মণে ৫০০ টাকা কম দিচ্ছেন। ফলে এক সপ্তাহে কয়েক লাখ টাকা ক্ষতি গুনতে হয়েছে।

নতুন বাজার এলাকায় প্রধান সড়কে পাশে এসব পাইকার আড়তে পাট পড়ে থাকতে দেখা গেছে। পুরো এলাকায় যেখানে পাট কেনাবেচায় ব্যস্ত থাকার কথা সেখানে কিছু ভ্যানে করে প্রান্তিক কৃষকেরা পাট বিক্রি করতে দেখা গেছে। এমনই একজন কৃষক শাহজাহার শিকদার। ভ্যান নিজে চালিয়ে শহরে এসেছেন পাট বিক্রি করতে।

মাগুরা ভুসি মাল ও পাট সমিতির সভাপতি আব্দুস সালাম জানান, সমিতির প্রতিটি ব্যবসায়ীর দিন যাচ্ছে খারাপ। পাট বিক্রি বলা যায় অনেকটাই কম। এর জন্য আমরা বেশ কিছু বড় ব্যবসায়ীর সঙ্গে যোগাযোগ করেছি। তাঁরা বলেছেন পাট দেশের বাইরে তেমন একটা যাচ্ছে না। বিশেষ করে ইউরোপে। এর মধ্যে ইউক্রেন ও রাশিয়াতে কিন্তু পাটের চাহিদা অনেক। সেখানে তো যুদ্ধ চলছে। তাই পাট এই প্রান্তিক জায়গা থেকে বিক্রি হচ্ছে না। যা হচ্ছে তাতে দাম খারাপ। প্রতি মনে ৪০০ থেকে ৫০০ টাকা ক্ষতি গুনতে হচ্ছে আমাদের।

কৃষি অধিদপ্তের উপ-পরিচালক ড. হায়াৎ মাহমুদ জানান, বিশ্বের কয়েকটি দেশে আমাদের পাট যায়। এই মুহুর্তে পাটের দাম কম কেন সে বিষয়ে আমি নিশ্চিত নই।

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ