কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় উপজেলা প্রশাসন আয়োজিত দুই দিনব্যাপী বিজ্ঞান মেলায় অংশগ্রহণ করে প্রথম স্থান অর্জন করে সৌরবিদ্যুচ্চালিত জিপ গাড়ি। এই গাড়ি তৈরি করে তাক লাগিয়েছেন তরুণ উদ্যোক্তা দুই ভাই এনামুল হক বুলবুল ও ইমরানুল হক। এখন তাঁরা জেলা পর্যায়ে আয়োজিত বিজ্ঞান মেলায় অংশ নেবেন।
গত মঙ্গলবার সকালে আনুষ্ঠানিকভাবে যানটির উদ্ভাবক এনামুল হক বুলবুল ও ইমরানুল হকের হাতে ক্রেস্ট তুলে দেওয়া হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রোজলিন শহীদ চৌধুরী তাঁদের হাতে এ ক্রেস্ট তুলে দেন। এ সময় উপজেলা পরিষদের সংরক্ষিত মহিলা ভাইস চেয়ারম্যান মোছা শামছুন্নাহার আপেল, উপজেলা একাডেমিক সুপারভাইজার মোহাম্মদ শারফুল ইসলাম ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আবদুল আজিজ আকন্দ প্রমুখ উপস্থিত ছিলেন।
এনামুল হক বুলবুল বলেন, মেলায় অংশগ্রহণ করে প্রথম স্থান অর্জন করেছে এ গাড়ি। এখন জেলা পর্যায়ে অংশগ্রহণ করা হবে। এটি নিয়ে অনেক দূর যেতে চাই।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা রোজলিন শহীদ চৌধুরী বলেন, পরিবেশবান্ধব ও জ্বালানিসাশ্রয়ী হওয়ায় এবং উদ্ভাবকদের উৎসাহ দিতে কাঠের তৈরি সোলারচালিত এ যানকে প্রথম পুরস্কার দেওয়া হয়।