দিনাজপুরের হিলিতে সরবরাহ বাড়ায় শীতকালীন সব ধরনের সবজির দাম কমেছে। সপ্তাহের ব্যবধানে অনেক সবজির দাম আগের চেয়ে অর্ধেকে নামায় খুশি ক্রেতারা।
সরেজমিনে দেখা গেছে, বাজারে শীতকালীন সবজির ব্যাপক সরবরাহ থাকায় দাম কমতির দিকে। বেগুন ৫০ টাকা থেকে কমে ৩০ টাকা, শিম ১০০ থেকে ১৪০ টাকা বিক্রি হলেও তা কমে ৫০ টাকায় বিক্রি হচ্ছে, ফুলকপি ৬০ থেকে ৮০ টাকায় বিক্রি হলেও বর্তমানে তা কমে ৫০ টাকায় বিক্রি হচ্ছে, পাতাকপি ৬০ টাকা থেকে কমে ৩০ টাকায় বিক্রি হচ্ছে, করলা ৮০ থেকে ১০০ টাকায় বিক্রি হলেও এখন ৪৮ থেকে ৫০ টাকায় বিক্রি হচ্ছে, শসা ৪০ টাকায় বিক্রি হলেও কমে ৩০ টাকা বিক্রি হচ্ছে, গুটিআলু ২০ টাকা থেকে কমে ১৮ টাকায়, আলু ১৬ টাকায়, টমেটো ১২০ টাকা থেকে কমে ১০৫ টাকায়, কাঁচামরিচ ৯০ থেকে ১০০ টাকায় বিক্রি হলেও এখন কমে ৭০ টাকা, মুলা ৪০ টাকা থেকে ৩০ টাকা, পেঁপে ২০ টাকা থেকে কমে ১৫ টাকা, আদা ১০০ টাকা থেকে কমে ৭০ টাকা, ধনেপাতা ১৫০ টাকা থেকে কমে ৬০/৭০ টাকা।
বাজারে আসা ভ্যানচালক সিদ্দিক হোসেন বলেন, ‘বাজারে সব ধরনের তরিতরকারির সরবরাহ আগের চেয়ে বেড়েছে, তেমনি দাম কমে গেছে। এতে করে আমাদের আয় অনুযায়ী কিনতে সুবিধা হচ্ছে।’