হোম > ছাপা সংস্করণ

পানির বর্ধিত বিল প্রত্যাহার দাবি

সিলেট সংবাদদাতা

সিলেটে সিটি করপোরেশনের বর্ধিত পানির বিল, ট্রেড লাইসেন্স, হোল্ডিং ট্যাক্সসহ অন্যান্য বিল কমানোর দাবিতে ১ নম্বর ও ৭ নম্বর ওয়ার্ডের এলাকাবাসীর উদ্যোগে মানববন্ধন করা হয়েছে।

গতকাল মঙ্গলবার বিকেলে নগরীর পূর্ব সুবিদবাজারে মিয়া ফাজিলচিস্ত এলাকায় ঘণ্টাব্যাপী এ মানববন্ধন করা হয়।

ডা. আরিফ আহমদ রিফার সভাপতিত্বে ও এজহারুল হক চৌধুরী মন্টুর পরিচালনা মানববন্ধনে বক্তব্য দেন মাহবুব চৌধুরী, লল্লিত আহমদ চৌধুরী, আনোয়ার হোসেন মানিক এম মখলিছ খান, মুসাদ্দিকুন নবী, মানিক মিয়া, জামাল উদ্দিন, মো. আজমল আলী, সলমান আহমদ চৌধুরী, আব্দুল বারী, মুকিত খান, রকিব মিয়া, মাওলানা জাকারিয়া আহমদ, কালা মিয়া, আতাব, ময়নুল ইসলাম, আব্দুল করিম, আনোয়ারুল ইসলাম। এছাড়াও এলাকায় মুরব্বি, যুবক ও মহিলা মানববন্ধনে উপস্থিত ছিলেন।

মানববন্ধন উপস্থিত বক্তারা বলেন, সিলেটে সিটি করপোরেশনের বর্ধিত পানির বিল, ট্রেড লাইসেন্স, হোল্ডিং ট্যাক্সসহ অন্যান্য বিল প্রত্যাহার করতে হবে। পানির বিল বাড়ানোর বিষয়টি সাধারণ গ্রাহক থেকে শুরু করে সহ সব মহলে নাড়া দিয়েছে। হঠাৎ পানির বিল বাড়ানোর সিদ্ধান্ত অযৌক্তিক ও অমানবিক।

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ

সড়ক দুর্ঘটনায় ৬ প্রাণহানি

সেকশন