সবুর শুভ, চট্টগ্রাম
চট্টগ্রাম নগরীর পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজিম উদ্দিন মজুমদার এবং সহকারী পরিদর্শক (এসআই) আব্দুল আজিজ প্রায় আড়াই মাস ধরে কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন। তাঁদের বিরুদ্ধে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ডায়ালাইসিসের রোগীর এক স্বজনকে নির্যাতন করার অভিযোগে আদালতে মামলা করা হয় গত ২০ ফেব্রুয়ারি। এরপর থেকে পুলিশের এই দুই কর্মকর্তা কর্মস্থলে অনুপস্থিত।
চট্টগ্রাম মহানগর আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) আব্দুর রশিদ ও বাদীর আইনজীবী গোলাম মওলা মুরাদ বলছেন, এ পর্যন্ত কোনো আদালত থেকে ওই দুই পুলিশ কর্মকর্তার জামিন হয়েছে, এমন তথ্য তাঁদের জানা নেই।
পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) পুলিশ সুপারের (এসপি) তত্ত্বাবধানে চলা মামলার তদন্ত প্রতিবেদন গত রোববার পর্যন্ত আদালতে জমা পড়েনি।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, নাজিম উদ্দিন গত ২১ ফেব্রুয়ারি এবং আজিজ ২২ ফেব্রুয়ারি থেকে থানায় অনুপস্থিত রয়েছেন। প্রথম দিকে তাঁরা চার দিনের ছুটি নিয়েছিলেন।
জানা গেছে, গত ১০ জানুয়ারি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ডায়ালাইসিস ফি কমানোর আন্দোলন থেকে আটক করা হয় যুবক মুহাম্মদ মোনতাকিম ওরফে মোস্তাকিমকে। তিনি তাঁর মায়ের কিডনির ডায়ালাইসিস করাতে ওই হাসপাতালে গিয়েছিলেন। পরে রোগীর স্বজনদের আন্দোলনের সময় মোস্তাকিমকে আটক করে পাঁচলাইশ থানা-পুলিশ। ওই আন্দোলনের ঘটনায় পুলিশের ওপর হামলা ও দায়িত্বে বাধা দেওয়ার অভিযোগে থানার এসআই মোস্তাফিজুর রহমান একটি মামলা করেন।
ওই মামলায় মোস্তাকিমকে গ্রেপ্তার দেখিয়ে ১১ জানুয়ারি আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। মামলায় আরও ৫০-৬০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়। ১৫ জানুয়ারি চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান মোস্তাকিম।
এদিকে ২০ ফেব্রুয়ারি চট্টগ্রাম মহানগর দায়রা জজ বেগম জেবুননেছার আদালতে মোস্তাকিম পাঁচলাইশ থানার ওসি নাজিম উদ্দিন মজুমদার ও এসআই আব্দুল আজিজের বিরুদ্ধে মারধর ও নির্যাতনের অভিযোগে মামলা করেন। মামলাটি আমলে নিয়ে সিআইডিকে তদন্তের নির্দেশ দেন আদালত।
বর্তমানে মামলার তদন্তের দায়িত্ব থাকা সিআইডির চট্টগ্রাম মহানগর ও জেলার বিশেষ পুলিশ সুপার মুহাম্মদ শাহনেওয়াজ খালেদ আজকের পত্রিকাকে বলেন, ‘মামলার তদন্ত শেষ হয়নি। আমরা আইনগতভাবেই এগোচ্ছি।’
মহানগর পুলিশে উপকমিশনার (ডিসি-উত্তর) মোখলেসুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ওসি নাজিম উদ্দিন মজুমদার ও এসআই আব্দুল আজিজ অসুস্থতাজনিত ছুটিতে রয়েছেন।